আজকাল বিভিন্ন ফ্রি audio streaming apps এবং music streaming website রয়েছে, যেগুলোতে গিয়ে আমরা যেকোনো গান ডাউনলোড না করেই অনলাইনেই শুনে নিতে পারি।
তবে, আমাদের মধ্যে অনেকেই বর্তমানেও নিজের মোবাইল এবং কম্পিউটারে গান ডাউনলোড করেই শুনতে পছন্দ করেন।
কিন্তু, গুগলে সার্চ দিলে, বাংলা গান ডাউনলোড করার তেমন কোনো ভালো ওয়েবসাইটের বিষয়ে দেখানো হয়না।
তাই, আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের এমন ৯ টি সেরা ওয়েবসাইট এর বিষয়ে বলবো, যেগুলোতে গিয়ে বিভিন্ন রকমের বাংলা গান গুলো ডাউনলোড করে নিতে পারবেন।
বিভিন্ন রকমের গান বলতে, আধুনিক বাংলা গান, বাংলা ছায়াছবির গান, বাংলা নতুন গান, বাংলা অডিও অ্যালবাম ইত্যাদি প্রত্যেক ধরণের বাংলা গান আপনারা ওয়েবসাইট গুলোতে পাবেন।
মনে রাখবেন, প্রত্যেকটি ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রি এবং ফ্রীতেই গান ডাউনলোড করা যাবে।
তাহলে চলুন, নিচে আমরা বাংলা গানের ওয়েবসাইট গুলোর নাম জেনেনেই।
বাংলা গান ডাউনলোড করার ৭ টি ওয়েবসাইট এর নাম
ওয়েবসাইট গুলোর তালিকা আমি randomly দিয়েছি।
তাই, প্রথমে বা শেষে দেওয়া ওয়েবসাইট এর মধ্যে কোনো ধরণের ভালো বা খারাপের কথা থাকছেনা।
আপনারা, প্রত্যেকটি ওয়েবসাইট ভিসিট করে দেখুন এবং কোন ওয়েবসাইট আপনার জন্য অধিক সুবিধাজনক সেটা দেখে নিন।
Best websites to download Bengali songs
প্রত্যেকটি ওয়েবসাইটের নাম বা লিংক অবশই দেওয়া থাকবে।
মনে রাখবেন, গান ডাউনলোডিং ওয়েবসাইট গুলো আপনাদের কেমন লেগেছে, কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।
১. Raaga.com
Raaga এমন একটি সেরা ওয়েবসাইট যেখানে আপনারা যেকোনো ধরণের বাংলা গান পেয়ে যাবেন।
এমনিতে, এখানে হিন্দি গান ডাউনলোড করার অপসন ও অবশই রয়েছে।
কিছু সেরা বাংলা গানের ক্যাটাগরি যেমন, “Bengali new releases”, “Artist”, “popular song” ইত্যাদি রয়েছে।
আপনারা চাইলে Raaga website এর থেকে বাংলা গান লাইভ স্ট্রিমিং হিসেবে শুনে নিতে পারবেন।
তাছাড়া, যদি নিজের মন পছন্দের গান গুলোকে ডাউনলোড করে নিতে চান, তাহলেও গানের পাশে থাকা “Download” বাটনে ক্লিক করে গান গুলো ডাউনলোড করে নিতে পারবেন।
এখানেই আপনারা প্রায় প্রত্যেক ধরণের বাংলা গান পেয়ে যাবেন।
২. Music.com.bd
বাংলা গান ডাউনলোড করার সেরা ওয়েবসাইট গুলোর মধ্যে “music.com.bd” ওয়েবসাইট টিকে কিন্তু ফেলে দেওয়া যাবেনা।
কেননা, এখানেও আপনারা নতুন বাংলা গান থেকে শুরু করে বিভিন্ন artist এবং band এর নানান গান পেয়ে যাবেন।
তাছাড়া, গান গুলোর নামের পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে সেগুলোকে সাথে সাথেই নিজের কম্পিউটার বা মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন।
ওয়েবসাইটটির একেবারে প্রথমেই একটি search box রয়েছে।
Search box এ আপনারা যেকোনো গানের নাম, বাংলা ছায়াছবির গান, অ্যালবাম ইত্যাদির নাম লিখে সার্চ দিতে পারবেন।
সব রকমের বাংলা গান একটি জায়গার থেকে ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটটি সেরা।
৩. Bengalimp3downloads.com
এমন একটি বাংলা অডিও (mp3) ডাউনলোড করার ওয়েবসাইট, যেখানে যেকোনো রকমের বাংলা গান আপনারা পেয়ে যাবেন।
যেমন, নতুন গান, আধুনিক গান, বাংলা ছবির গান এবং বাংলা অডিও অ্যালবাম (Bangla album), প্রত্যেক ধরণের গান এখানে রয়েছে।
যদি আপনারা মূলত old বা latest Bengali movie songs download করার জন্য একটি দারুন ওয়েবসাইট খুঁজছেন, তাহলে সরা সরি এই ওয়েবসাইটে চলে যান।
গান ছাড়াও, আপনারা এই ওয়েবসাইট থেকে “Bengali short film”, “Bengali cartoon film” ইত্যাদি ডাউনলোড করে নিতে পারবেন।
৪. YouTube.com
YouTube হলো এমন এক জনপ্রিয় ভিডিও পোর্টাল, যেখানে আমরা যেকোনো ধরণের অডিও গান বা ছবি পেয়ে থাকি।
আর তাই, ইউটিউবের মধ্যে হাজার হাজার নতুন ও পুরোনো বাংলা গানের ভিডিও রয়েছে যেগুলো আমরা অনলাইনে স্ট্রিম করতে পারি।
তবে, আপনারা চাইলে ইউটিউবের থেকে বাংলা ভিডিও গান গুলোকে অডিও হিসেবে কনভার্ট করে তারপর ডাউনলোড করে নিতে পারবেন।
এখন, ইউটিউবের থেকে যেকোনো ভিডিও বা অডিও ডাউনলোড করার জন্য আপনার একটি অনলাইন ভিডিও কনভার্টার ব্যবহার করতে হবে।
আমি আগেই এই বিষয়ে একটি আর্টিকেল লিখে রেখেছি যে, কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয়।
মনে রাখবেন, online video converter ব্যবহার করে YouTube এর ভিডিও গুলোকে audio mp3 হিসেবে ডাউনলোড করার জন্য,
“কনভার্টারের output হিসেবে “audio বা mp3” অপসন সিলেক্ট করে তারপর কনভার্ট করতে হবে।
৫. Beemp3.com
এই ওয়েবসাইট প্রায় অনেক বছর পুরোনো এবং এখানে আপনারা প্রায় প্রত্যেক ভাষার গান পেয়ে যাবেন।
যেমন, ইংরেজি, বাংলা, হিন্দি ইত্যাদি প্রত্যেক ভাষার গান গুলো আপনারা এই ওয়েবসাইটে পাবেন।
ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা search box দেখতে পাবেন।
বাস, সেই সার্চ বক্সে নিজের গানের নাম লিখে সার্চ করাতেই আপনারা সেই গানের নাম দেখতে পাবেন।
তারপ সোজা গানটিতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন।
৬. Hungama.com
এই ওয়েবসাইটটিতে আপনারা high quality audio songs পেয়ে যাবেন।
যেকোনো ভাষার গান এখানে থাকছে।
বাংলা ছায়াছবি, বাংলা অ্যালবাম, নতুন গানের কোলেকশন সবটাই আপনারা এই ওয়েবসাইটে পেয়েযাবেন।
তবে এটা একটা free music streaming website.
তাই, এখানে আপনারা গান গুলোকে সোজা শুনতে পারবেন।
তবে, যদি গান গুলোকে ডাউনলোড করতে চাচ্ছেন, তাহলে আপনার premium plan কিনে নিতে হবে।
৭. Gaana.com
একটি সেরা এবং হাই কোয়ালিটি গানের ওয়েবসাইট বলতে আমরা gaana.com কে চিনি।
অবশই গানার নিজের একটি app রয়েছে যেটা নিজের মোবাইলে ইনস্টল করে সোজা gaana থেকেই গান গুলোকে চালিয়ে শুনতে পারবেন।
এমনিতে, gaana কেবল audio streaming এর ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি।
মানে, gaana র থেকে যেকোনো নতুন বা পুরোনো গান আপনি সোজা stream করে শুনে নিতে পারবেন।
তবে, যদি আপনারা ganna র থেকে গান গুলো ডাউনলোড করে নিতে চাচ্ছেন, তাহলে আপনাদের একটি premium plan কিনে নিতে হবে।
আমাদের শেষ কথা,
তাহলে বন্ধুরা আশা করছি বাংলা অডিও ডাউনলোড করার ওয়েবসাইট গুলো আপনাদের পছন্দ হয়েছে।
আপনারা ওপরে দেওয়া যেকোনো ওয়েবসাইট গুলোতে গিয়ে সব ধরণের বাংলা সং (Bangla song) পেয়ে যাবেন।
তাছাড়া, আমি কিছু free music streaming ওয়েবসাইট এর নাম আপনাদের বলেছি।
একটি music streaming app বা website এর মাধ্যমে আপনারা কোনো গান ডাউনলোড না করেই ইন্টারনেটের মাধ্যমে শুনে নিতে পারবেন।
তাই, দু ধরণের ওয়েবসাইটের বিষয়েই আমি আপনাদের বলে দিলাম।
0 responses on "আধুনিক বাংলা গান ডাউনলোড করার সেরা ৭ ওয়েবসাইট"