ভারতে বর্তমান সময়ে, আপনার আধার কার্ড নিজের প্যান কার্ডের সাথে লিঙ্ক করানোটা বাধ্যতামূলক।
যদি আপনার কাছে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড দুটোই রয়েছে, তাহলে আধার কার্ডের সঙ্গে নিজের প্যান নাম্বার লিঙ্ক করাতেই হবে।
(How to Link your PAN card with Aadhaar card).
এর কারণ হলো,
যদি আপনার আধার কার্ড প্যান কার্ড পরস্পরে লিঙ্ক না হয়ে থাকে, তাহলে income tax এর returns process করতে দেওয়া হবেনা।
আবার, যদি আপনি ৫০,০০০ টাকার ওপরে banking transactions করতে চান, তাহলেও কিন্তু আপনার প্যান কার্ড এবং আধার লিংক করা থাকতেই হবে।
তাছাড়া, আরো অন্যান্য কারণ রয়েছে যার জন্য প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করানোটা জরুরি।
এমনিতে, এই প্রক্রিয়া অনেক সহজ এবং সোজা।
তাছাড়া, আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করার জন্য ভারত সরকার আমাদের বিভিন্ন উপায় আগেই বলে দিয়েছে।
এবং, এই উপায় গুলোর মধ্যে থাকা সব থেকে সহজ প্রক্রিয়াটি আমি আজকে আপনাদের বলে দিবো।
তাহলে চলুন, কোনো সময় নষ্ট না করেই আমরা জেনেনি, “কিভাবে আমরা প্যান কার্ড আধারের সাথে লিংক করতে পারবো”.
অনলাইন আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক কিভাবে করবেন ?
এই প্রক্রিয়া অনেক সহজেই করে নেওয়ার জন্য আপনার কোথাও যেতে হবেনা বা কারো কাছে কোনো ধরণের দরখাস্ত দিতে হবেনা।
সম্পূর্ণ কাজ আপনারা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমেই করে নিতে পারবেন।
তবে, PAN card এবং Aadhaar card পরস্পরে সংযোগ বা লিঙ্ক করানোর জন্য, আপনার যেতে হবে, “income Tax Department” (আয়কর বিভাগের) e-filling ওয়েবসাইটে।
আয়কর বিভাগের ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়া করা সম্ভব।
Step ১:
- সবচে আগে আপনার যেতে হবে “https://www.incometaxindiaefiling.gov.in/” ওয়েবসাইটে।
- ওয়েবসাইটে গিয়ে প্রথম পেজ মানে হোম পেজের বাম দিকে “Link Aadhaar” এর একটি option দেখবেন।
- সোজা Link Aadhaar এর লিংকে (link) ক্লিক করুন।
ছবিতে স্পষ্ট করে দেখুন,
Step ২:
এবার পরের পেজে আমাদের কিছু details দিয়ে দিতে হবে।
ডিটেল গুলো আপনার আধার কার্ডের সাথে জড়িত। তাই, সঠিক ভাবে details fill-up করবেন।
ওপরে ছবিতে দেখলেই বুঝতে পারবেন যে আধার এর সাথে জড়িত কি কি details আপনার দিতে হবে।
- প্রথমে আপনার PAN number দিতে হবে।
- দ্বিতীয়তে, নিজের সঠিক আধার নাম্বার দিয়ে দিন।
- যদি আপনার আধার কার্ডে, কেবল আপনার জন্মের সাল (year) দেওয়া রয়েছে, তাহলে “I have only year in Aadhaar card” অপশন টিক (select) করুন। যদি আধার কার্ডে আপনার সম্পূর্ণ date of birth দেওয়া আছে, তাহলে কিছু করার প্রয়োজন নেই।
- এবার, “I agree to validate my Aadhaar details with UIDAI” অপশনে tick / select করুন।
- এখন, Image option এর মধ্যে দেখানো image টিতে কি লিখা রয়েছে ভালো করে দেখুন এবং নিচে থাকা বাক্সে সেগুলো সঠিক ভাবে লিখুন।
- এবার নিচে “Link Aadhaar” বাটনে ক্লিক করুন।
Step ৩:
এবার, আপনার আধারের সঙ্গে প্যান কার্ড লিংক করার request সঠিক ভাবে করে দেওয়া হয়েছে।
এবং, আপনার fill-up করা details হিসেবে সম্পূর্ণ আধারের তথ্য UIDAI এর সাথে ভেরিফাই করা হবে।
সঠিক ভাবে validation প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর, আপনার প্যান কার্ড এবং আধার কার্ড পরস্পরে লিঙ্ক হয়ে যাবে।
তবে, আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক হয়েছে কি না, সেটাও আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমেই দেখে নিতে পারবেন।
চলুন জেনেনি কিভাবে।
আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক স্টেটাস কিভাবে দেখবেন ?
যদি আপনি PAN এবং Aadhaar card link করার জন্য request করেছেন, তাহলে সেই আবেদন সঠিক ভাবে সম্পন্ন করা হলো কি না সেটা সহজেই দেখে নিতে পারবেন।
Step ১:
তবে তার জন্য আপনার আবার যেতে হবে “https://www.incometaxindiaefiling.gov.in” এর ওয়েবসাইটে।
- ওয়েবসাইটে গিয়ে হাতের বাম দিকে থাকা “Link Aadhaar” অপশনে click করুন।
- এবার, আগের মতো একটি e-filling page দেখবেন।
- আপনারা, Link Aadhaar লেখাটির ঠিক নিচে “Click here to view the status if you already submitted link Aadhaar request” এর একটি notification দেখবেন।
- সোজা “Click Here” বাটনে ক্লিক করুন।
- আপনারা চাইলে সোজা “check Aadhaar link status” এর এই link এ click করতে পারবেন।
নিচে ছবিটি দেখুন,
Step ২:
এবার আপনাদের “Link Aadhaar Status” এর একটি পেজ দেখানো হবে।
- পেজটিতে কেবল নিজের প্যান নম্বর (PAN number) এবং আধার নম্বর (Aadhaar number) দিয়ে দিতে হবে।
- তারপর, নিচে থাকা “View link Aadhaar status” বাটনে ক্লিক করুন।
নিচে ছবিতে দেখুন,
Step ৩:
এখন আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনার প্যান কার্ডের সাথে আধার লিংক স্টেটাস।
তাহলে বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে,
“অনলাইনে কিভাবে নিজের প্যান নম্বর আধার কার্ডের সাথে লিংক করতে হয়”।
তবে, কেবল অনলাইন নয়, অফলাইনেও (offline) অনেক সহজে নিজের মোবাইলের মাধ্যমে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করাতে পারবেন।
চলুন জেনেনেই কিভাবে।
মোবাইলে এসএমএস (SMS) এর মাধ্যমে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক
মোবাইলে SMS এর মাধ্যমে এই PAN এবং Aadhaar link করার প্রক্রিয়াটি করার জন্য নিচে দেওয়া steps গুলো follow করুন।
- নিজের মোবাইলের message option এর মধ্যে গিয়ে একটি New SMS টাইপ করতে হবে।
- আপনার লিখতে হবে, “UIDPAN<12 Digit Aadhaar> <10 Digit PAN>”
- SMS টি লিখে আপনার নিজের “registered mobile number” থেকে 567678 বা 56161 নাম্বারে পাঠাতে হবে।
একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি,
ধরুন আপনার আধার নাম্বার হলো “123456789016” এবং আপনার প্যান নাম্বার হলো “EJHGS9855P”,
তাহলে নিচে দেওয়া হিসেবে আপনার এসএমএস (SMS) পাঠাতে হবে।
UIDPAN 123456789016 EJHGS9855P এবং এভাবে লিখে 567678 বা 56161 নাম্বারে পাঠিয়ে দিতে হবে।
তাহলে বুঝলেন তো, মোবাইলের মাধ্যমে এসএমএস (SMS) পাঠিয়ে কিভাবে প্যান কার্ড আধার লিঙ্ক করতে হয়।
আশা করছে সহজেই বুঝতে পেরেছেন।
আমাদের শেষ কথা,
বর্তমান সময়ে, আধার এবং প্যান লিংক করার এই দুটোই প্রক্রিয়া বা মাধ্যম রয়েছে। (How to link your PAN card with Aadhaar card online in Bengali).
এবং, অনেক কম সময়ের মধ্যে কোনোখানে না গিয়েই, আপনি এই প্রক্রিয়া নিজের মোবাইল বা কম্পিউটার থেকে করে নিতে পারবেন।
যদি আজকের আর্টিকেলের বিষয়টি নিয়ে কোনো ধরণের প্রশ্ন বা সমস্যা রয়েছে, তাহলে নিচে কমেন্ট করুন।
আর্টিকেলটি যদি আপনার ভালো লেগেছে, তাহলে শেয়ার (share) করতে কিন্তু ভুলবেননা।
0 responses on "আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক কিভাবে করব ? (Link Aadhaar with PAN)"