• No products in the cart.

আজ বিকাশে ১০০টাকা পর্যন্ত বোনাস নিন এই অফার থেকে

আজ শুক্রবারে ব্যাংক থেকে বিকাশে বা কার্ড থেকে বিকাশে এড মানি করে পাওয়া যাবে ৫০টাকা ইন্সট্যান্ট বোনাস। ছুটির দিনে কেনাকাটার জন্য ব্যাংক বা কার্ড থেকে বিকাশে নির্দিষ্ট পরিমাণ টাকা এনে পেয়ে যেতে পারেন ৫০টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক। আজ ২বার অ্যাড মানি করে এই অফার নিতে পারবেন। অর্থাৎ মোট ১০০ টাকা বোনাস পেতে পারেন।

শুক্রবার ৪,৫০০টাকা ব্যাংক টু বিকাশ বা কার্ড টু বিকাশ এড মানি করলে সাথে সাথে পেয়ে যাবেন ৫০টাকা ইন্সট্যান্ট বোনাস। শুক্রবার ২১ জুলাই সারাদিন এই বোনাস পাওয়া যাবে। ৫০টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক বোনাস সম্পর্কে সংক্ষিপ্ত তথ্যঃ

  • অফারঃ ব্যাংক টু বিকাশ / কার্ড টু বিকাশ
  • পরিমাণঃ ৪৫০০টাকা
  • মাধ্যমঃ এড মানি
  • বোনাসঃ ৫০টাকা ইন্সট্যান্ট বোনাস
  • মেয়াদঃ ২১ জুলাই – সারাদিন

যেকোনো বিকাশ গ্রাহক ব্যাংক টু বিকাশ বা কার্ড টু বিকাশ এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ এড মানি করলে এই ৫০টাকা বোনাস পাবেন। দিনে সর্বোচ্চ ২বার এই বোনাস পাওয়া যাবে। অফার চলাকালীন প্রতিবার ৪৫০০টাকা এড মানি করলে ৫০টাকা ক্যাশব্যাক বোনাস পাওয়া যাবে। এক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট এমাউন্ট অর্থাৎ ৪৫০০টাকা এড মানি করতে হবে। যে বিকাশ একাউন্ট এড মানি করা হবে, উক্ত একাউন্টে ইন্সট্যান্ট ক্যাশব্যাক বোনাস পাওয়া যাবে।

বিকাশ শুক্রবার ৫০টাকা বোনাস এর নিয়ম ও শর্তাবলীঃ

  • শুধুমাত্র বিকাশ অ্যাপ ও API এর মাধ্যমে এড মানি করার ক্ষেত্রে ৫০টাকা বোনাস পাওয়া যাবে
  • একাউন্ট স্ট্যাটাস একটিভ ও পর্যাপ্ত ব্যালেন্স থাকলে যেকোনো বিকাশ গ্রাহক নিজ একাউন্ট থেকে এড মানি করে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন
  • ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে, গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন চালু থাকতে হবে
  • যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে ক্যাশব্যাক দেওয়া না যায় সেক্ষেত্রে গ্রাহক ক্যাশব্যাক পাবেন না
  • গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো কারণে ক্যাশব্যাক দেওয়া না যায় সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে ক্যাশব্যাক প্রদানের চেষ্টা করবে। সকল উপায় যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে কোনো উক্ত গ্রাহক আর ক্যাশব্যাক পাবেন না

আছে আরও কিছু শর্ত…

  • ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেতে অফার চলাকালীন সময়ের মধ্যে গ্রাহককে তার নিজ বিকাশ একাউন্ট এ সফলভাবে এড মানি করতে হবে
  • কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন, সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার রাখে বিকাশ এবং অংশগ্রহণকারী ব্যাংক
  • কোনো কারণে একজন গ্রাহক ক্যাম্পেইন সুবিধার অপব্যবহার করেছেন জানা গেলে সেক্ষেত্রে উক্ত গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে বিকাশ
  • অজানা যেকোনো কারণে ক্যাশব্যাক পেতে দেরি হলে সেক্ষেত্রে গ্রাহক বিকাশ হেল্পলাইন নাম্বারে ডায়াল করে বা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক ফ্যান পেইজ, ওয়েব চ্যাট বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে বিকাশকে জানাতে পারবেন।

আরও বিস্তারিত জানুন বিকাশের অফিসিয়াল পেজ থেকে।

 

0 responses on "আজ বিকাশে ১০০টাকা পর্যন্ত বোনাস নিন এই অফার থেকে"

Leave a Reply

top
© Technial Bangla. All rights reserved. 2025
Technical Bangla