আইফোন থেকে পিসিতে ফাইল আনা-নেওয়া কিছুটা ঝামেলার মনে হতে পারে, বিশেষ করে উইন্ডোজ পিসিতে। অ্যাপল তাদের নিজস্ব ফাইল শেয়ারিং সিস্টেম ব্যবহার করে থাকে ফাইল আদান-প্রদানের জন্য।
যদিও অ্যাপলের ম্যাক ডিভাইসগুলোতে এসব সেবা প্রথম থেকেই দেয়া থাকে বলে আপনি যদি ম্যাক ব্যবহারকারী হন তবে এ নিয়ে খুব বেশি ঝামেলায় পড়তে হবে না। আজকের পোস্টের মাধ্যমে অ্যাপলের ম্যাক ও উইন্ডোজ পিসিতে কীভাবে সহজে আইফোন থেকে ফাইল আদান-প্রদান করতে পারেন তা জেনে নেব। এই পোস্টে জানবেঃ
- আইফোন থেকে ম্যাক কম্পিউটারে ফাইল আদান-প্রদানের উপায়
- আইফোন থেকে উইন্ডোজ পিসিতে ফাইল আদান-প্রদানের উপায়
আইফোন থেকে ম্যাক কম্পিউটারে ফাইল আদান-প্রদানের উপায়
আইফোন ও ম্যাক দুটিই অ্যাপলের ডিভাইস হওয়ায় আইফোন ও ম্যাকের মধ্যে ফাইল আদান-প্রদান করা বেশ সহজ। বেশ কিছু অফিসিয়াল উপায় ব্যবহার করেই এই কাজটি সহজে করা যায়। আমরা আজকে বেশ কিছু উপায় নিয়ে এখানে কথা বলবো। আইফোন থেকে ম্যাক কম্পিউটারে ফাইল আদান-প্রদানের উপায়সমূহ হলোঃ
- এয়ারড্রপ ব্যবহার করে
- ফাইন্ডার ব্যবহার করে
- ফটোস অ্যাপ ব্যবহার করে
এয়ারড্রপ
এয়ারড্রপ অ্যাপলের নিজেদের তৈরি ডিভাইসগুলোর মধ্যে ফাইল আদান-প্রদানের অফিসিয়াল ব্যবস্থা। AirDrop ফিচারের মাধ্যমে খুব সহজে এবং দ্রুত ওয়্যারলেস সেবা ব্যবহার করে ফাইল আদান প্রদান করা যায়। AirDrop একটি ন্যাটিভ অ্যাপল ডিভাইস ফিচার যার দ্বারা অ্যাপ ডিভাইসগুলোর মধ্যে ফাইল ট্রান্সফার বেশ সহজ হয়েছে।
মাত্র কয়েকটি ধাপ ব্যবহার করেই আপনি আইফোন ও ম্যাকের মধ্যে ফাইল আদানপ্রদান করে ফেলতে পারবেন। আইফোন থেকে ম্যাকে ফাইল আদান-
প্রদান করতে ;
- প্রথমে আপনার আইফোনের যে ফাইলটি ম্যাকে পাঠাতে চান সেটি ওপেন করে নিন। এবার নিচে বামপাশের কোণায় থাকা শেয়ার আইকনে ট্যাপ করুন।
- আপনার ডিভাইসের তালিকা দেখাবে এরপর। আপনার ম্যাকের এয়ারড্রপ রিসিভিং অপশন চালু করে দিন। এরপর আইফোনের শেয়ার মেন্যুতে আপনার ম্যাক ডিভাইসের নাম দেখতে পাবেন। সেখানে ট্যাপ করুন।
- এবার আপনার ফাইল ট্রান্সফার শুরু হয়ে যাবে। কিছুক্ষন পর ম্যাকে ফাইলটি দেখতে পাবেন।
ম্যাক থেকে আইফোনে ফাইল আদান-প্রদান করতেঃ
- আপনি যে ফাইলটি শেয়ার করতে চান বা ট্রান্সফার করতে চান সেই ফাইলের উপর রাইট ক্লিক করুন।
- এবার মেনু থেকে ‘Share’ অপশনের উপর কার্সরটি নিয়ে ‘AirDrop’ অপশনে ক্লিক করুন।
- এবার যে তালিকা দেখতে পাবেন সেখানে আপনার আইফোনের নামটি খুঁজে বের করে সেখানে ক্লিক করুন।
- এরপর ‘Done’ অপশনটিতে ক্লিক করলেই আপনার ফাইলটি সফলভাবে ট্রান্সফার হয়ে যাবে।
ফাইন্ডার
ফাইন্ডার অ্যাপলের ডিভাইসে ফাইল আদান-প্রদানের আরেকটি অফিসিয়াল উপায়। এর মাধ্যমে আপনি ইউএসবি ক্যাবল ও ওয়াইফাই দুইভাবেই ফাইল আদানপ্রদান করতে পারবেন।
- প্রথমে আপনার আইফোন ও ম্যাক ইউএসবি ক্যাবলের মাধ্যমে সংযুক্ত করে নিন।
- আপনার ম্যাক ডিভাইসে ফাইন্ডার প্রোগ্রামটি ওপেন করুন এবং বাম পাশের তালিকার ‘Locations’ সেকশন হতে আপনার আইফোনের নামটি খুঁজে বের করে কিল্ক করুন।
- এবার ডানপাশে উপরের দিক ট্যাবের শেষদিকে ‘Files’ ট্যাবে ক্লিক করুন। এবার আপনার আইফোনের বিভিন্ন অ্যাপের মধ্যে যেসব ফাইল সংরক্ষিত আছে সেগুলোর একটি তালিকা দেখতে পাবেন।
- তালিকা হতে যে অ্যাপ থেকে আপনি ফাইল নিতে চান সেটির উপর ক্লিক করে সকল ফাইলের তালিকা দেখে নিতে পারেন।
- এবার যে ফাইল আপনার ম্যাকে নিতে চান সেটি ড্রাগ করে ম্যাকের যে কোন ফোল্ডার বা লোকেশন রাখলেই তা ম্যাকে চলে আসবে।
- আবার ম্যাক থেকে কোন ফাইল নিতে একইভাবে ফাইন্ডার অ্যাপের মাঝে ড্রাগ করে নিয়ে আসতে পারবেন।
ফটোস অ্যাপ
ফটোস আরেকটি অফিসিয়াল অ্যাপ যেটি অ্যাপল তাদের প্রতিটি ম্যাকেই দিয়ে থাকে। এটি ব্যবহার করে শুধু ছবি ও ভিডিও নিতে পারবেন আইফোন থেকে। এটি ব্যবহার করতেঃ
- আপনার আইফোন ও ম্যাক ইউএসবি ক্যাবলের মাধ্যমে যুক্ত করুন।
- এবার আপনার ম্যাক পিসিতে বাম পাশ হতে ফটোস অ্যাপে ক্লিক করুন।
- এখন আপনি যেসব ছবি ও ভিডিও ম্যাকে নেবেন তা নিজেই সিলেক্ট করে ইমপোর্ট করতে পারবেন।
আইফোন থেকে উইন্ডোজ পিসিতে ফাইল আদান-প্রদানের উপায়
আইফোন ও উইন্ডোজ পিসির মধ্যে ফাইল আনা-নেওয়া কিছুটা ঝামেলাপূর্ণ। তারপরও আপনি বেশ কিছু উপায় ব্যবহার করে এই কাজটি করতে পারবেন। যদিও ম্যাকের মতো এতোটা সহজে কাজটি উইন্ডোজে করা যায় না। এখানে আমরা আইফোন ও উইন্ডোজ পিসিতে ফাইল আদান-প্রদানের বেশ কিছু উপায় নিয়ে জানাবো।
আইফোন আর উইন্ডোজ পিসি আলাদা দুইটি কোম্পানির তৈরী হওয়ায় এখানে ফাইল ট্রান্সফার ম্যাক এর মত সহজে ন্যাটিভ উপায়ে করা সম্ভব নয়। এই কারণে
আইফোন থেকে উইন্ডোজ পিসিতে ফাইল আদান-প্রদানের উপায়সমূহ হলোঃ
- আইটিউনস ব্যবহার করে
- আইক্লাউড ব্যবহার করে
আইটিউনস ব্যবহার করে
যদিও এটি সহজ কোন পদ্ধতি নয় এবং অনেকে এটি পছন্দও করে না, কিন্তু এটি অফিসিয়াল উপায় আইফোন হতে উইন্ডোজ পিসিতে ফাইল আদান-প্রদানের জন্য। আপনাকে প্রথমে আপনার উইন্ডোজ পিসিতে আইটিউনস সফটওয়্যারটি ইন্সটল করে নিতে হবে।
মাইক্রোসফট স্টোর থেকে এটি সহজেই করে ফেলতে পারবেন। তবে বলে রাখা এটি ম্যাকে বেশ স্মুথভাবে চললেও উইন্ডোজ কম্পিউটারে অ্যাপটি ব্যবহারের অভিজ্ঞতা আহামরি ভালো নয়। আইটিউনস ডাউনলোড করে ইন্সটল করার পর নিচের নির্দেশনা অনুসরণ করুনঃ
- আপনার আইফোনটি পিসির সঙ্গে ইউএসবি দ্বারা যুক্ত করে নিন।
- এবার উইন্ডোজ পিসিতে আইটিউনস ওপেন করে বামপাশে উপরের কোণায় আইফোন বাটনে ক্লিক করুন।
- এবার বাম পাশের সাইডবার থেকে ‘File Sharing’ অপশনে ক্লিক করলে আপনার আইফোনে অ্যাপের তালিকা ও ফাইলগুলো দেখতে পাবেন।
- পিসি থেকে কোন ফাইল আইফোনে নিতে চাইলে প্রথমে যে অ্যাপের সঙ্গে ফাইলটি যুক্ত করতে চান সেটি সিলেক্ট করে আপনাকে ‘Save’ বাটনের পাশে থাকা ‘Add File…’ বাটনে ক্লিক করে পিসি হতে ফাইলটি সিলেক্ট করে দিতে হবে।
এই পদ্ধতিতে আপনি শুধু যেসব ফাইলের সঙ্গে কোন অ্যাপ যুক্ত আছে সেগুলোই ট্রান্সফার করতে পারবেন। আর ছবি নিতে চাইলে আপনাকে বামপাশের সাইডবার হতে ‘Photos’ অপশনটি সিলেক্ট করতে হবে। তবে ছবি আপনি উইন্ডোজের নিজস্ব ফাইল এক্সপ্লোরার ব্যবহার করেও আদান-প্রদান করতে পারবেন ইউএসবি ক্যাবলের মাধ্যমে।
আইক্লাউড ব্যবহার করে
আইক্লাউড সবথেকে সহজ একটি উপায় উইন্ডোজ পিসি বা ম্যাক যে কোনটিতেই ফাইল ট্রান্সফার করার জন্য। তবে এর মাধ্যমে ফাইল ট্রান্সফারে আপনাকে ইন্টারনেট ডাটার ব্যবহার করতে হবে। সাধারণভাবে আপনাকে আইক্লাউড সার্ভারে ফাইল আপলোড করে ডাউনলোড করে নিতে হবে অন্য ডিভাইসে।
তবে ফ্রি আইক্লাউডে আপনি মাত্র ৫জিবি জায়গা পাবেন। সুতরাং এর থেকে বড় ফাইল আপনি ফ্রিতে ট্রান্সফার করতে পারবেন না, আপনাকে তাহলে আইক্লাউডের প্রিমিয়াম কোন প্ল্যান ক্রয় করে নিতে হবে। আইক্লাউড ব্যবহার করে ফাইল ট্রান্সফার করতেঃ
- আইফোন থেকে ফাইলস অ্যাপ ওপেন করে নিন।
- এবার যে ফাইলটি ট্রান্সফার করতে চান সেটিতে চলে যান।
- ফাইলটি ট্যাপ করে লং প্রেস করে ‘Copy’ অপশনে ক্লিক করুন।
- এবার আইক্লাউড ড্রাইভে চলে যান এবং সেখানে কপি করা ফাইলটি পেস্ট করে দিন। আইক্লাউডে আপলোড শুরু হয়ে যাবে।
- এবার উইন্ডোজ পিসিতে আইক্লাউড ওয়েবসাইটে লগিন করে বা আইক্লাউড অ্যাপ ইন্সটল করে আপনি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন।
- একইভাবে পিসি থেকে আইক্লাউডে ফাইল আপলোড করে তা আইফোনে ডাউনলোড করে নিতে পারবেন।
এছাড়া আপনি এয়ারড্রয়েড সফটওয়্যার ব্যবহার করেও আইফোন ও পিসির মধ্যে ফাইল আদানপ্রদান করতে পারেন।
এভাবেই খুব সহজে উপরের যে কোন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে পিসি থেকে আইফোন বা আইফোন থেকে পিসিতে ফাইল আদান-প্রদান করতে পারবেন।
Related
- afr technology
- cast android to pc
- connect mobile to laptop
- connect mobile to laptop without cable
- himel
- how to connect android mobile to laptop/pc bangla
- laptop and mobile connect with cable
- mirror android screen to pc
- mirror phone to pc
- mobile ke kivabe laptop banabo
- mobile to pc connect
- pc screen share to android
- screen mirroring
- shamim parvez
- windows 10
- কিভাবে ফ্রিতে গুগল ড্রাইব ব্যবহার করব
- গুগল ড্রাইভ
- ড্রাইব
- মোবাইল দিয়ে কম্পিউটার চালানো
Recent Posts
- বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মাউস ব্র্যান্ড ও মডেল_ কোনগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে?
- ডাউনলোড করে নিন ৫টি প্রিমিয়াম অ্যাপ (Download Fast)
- অনলাইনে প্রতারক চক্রের বিভিন্ন ধরনের ফাদ ও তা থেকে নিজেক সুরক্ষিত রাখার উপায়।
- ক্রোম ব্যবহার করে ওয়েব পেজের জন্য কিভাবে ডেস্কটপ শর্টকাট অ্যাপ তৈরি করবেন
- আপনার হাতের ফোনটিকে FTP Server বানিয়ে ব্যবহার করুন এক ক্লিকে!
Recent Comments
- Anonymous on মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা | নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ
- Anonymous on মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা | নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ
- Anonymous on মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা | নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ
- Anonymous on মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা | নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ
- Anonymous on মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা | নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ
0 responses on "আইফোন থেকে কম্পিউটারে ফাইল আনা-নেওয়ার উপায় (উইন্ডোজ, ম্যাক)"