• No products in the cart.

অ্যাপলে চাকরি করলে বেতন কত পাওয়া যায় জানুন

যুক্তরাষ্ট্রের H-1B ভিসা আবেদনে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে অ্যাপল তাদের কর্মচারীদের কি ধরনের স্যালারি বা বেতন প্রদান করে থাকে। উল্লেখিত তথ্যে সর্বনিম্ন বার্ষিক বেতন ছিলো ৬২,৭৩৩ মার্কিন ডলার এবং সর্বোচ্চ ছিলো ৪১৫,০০০ডলার। তবে এই সংখ্যাতে স্টক-ভিত্তিক পে সংযুক্ত নেই।

উল্লেখিত ডাটা যুক্তরাষ্ট্রের ফরেইন লেবার সার্টিফিকেশন থেকে প্রাপ্ত ও যেকেউ এই তথ্য অ্যাকসেস করতে পারে।  মূলত অন্য দেশ থেকে কর্মী আনতে কোম্পানিগুলো H1-B ভিসা প্রোগ্রাম এর মাধ্যমে স্পন্সর করে থাকে। বাইরে থেকে আসা কর্মীদের যুক্তরাষ্ট্রের অধিবাসীদের সমান বেতন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে এই প্রোগ্রাম।

অন্য সকল টেক কোম্পানির চেয়ে অ্যাপল বেশ ভিন্ন, যা উল্লেখিত তথ্যে দেখা যায়। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই তাদের ৮০হাজারের অধিক কর্মী রয়েছে বলে জানায় অ্যাপল। আমাদের পোস্ট থেকে জানতে পারবেন বিভিন্ন ডিপার্টমেন্ট ও পদ এর উপর ভিত্তি করে কর্মচারীদের বার্ষিক কত বেতন প্রদান করে অ্যাপল। পোস্টের মধ্যে পরিমাণ ডলারে দেয়া হলেও আপনি চাইলে গুগল থেকে ডলারের সর্বশেষ টাকা এক্সচেঞ্জ রেট জেনে নিতে পারবেন।

সফটওয়্যার ডেভলপারস

  • এআর/ভিআর সফটওয়্যার ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ারঃ ১৫৩,০০০ডলার থেকে ২০০,০০০ডলার
  • এআর/ভিআর ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার – সিস্টেমস সফটওয়্যারঃ ১২৭,০০০ডলার থেকে ২৩০,০০০ডলার
  • সফটওয়্যার ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার – ইউআইঃ ১৩২,০০০ডলার থেকে ২০৫,০০০ডলার
  • মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারঃ ১৩৭,০০০ডলার থেকে ১৭৪,২৫৬ডলার
  • সফটওয়্যার ইন্টেগ্রিটি ইঞ্জিনিয়ারঃ ১১২,৯৬১ডলার থেকে ১৭৪,০০০ডলার
  • প্রোডাকশন সার্ভিসেস ইঞ্জিনিয়ারঃ ১৫৯,৩৭৫ডলার থেকে ১৯৬,৫০০ডলার
  • টুলস এন্ড অটোমেশন ইঞ্জিনিয়ারঃ ১২২,১২০ডলার থেকে ২০০,০০০ডলার
  • ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজারঃ ১৩৫,০০০ডলার থেকে ২৭৮,৭৫০ডলার

এনালিস্টস

  • ফিনান্সিয়াল এনালিস্টঃ ৯৪,২২৪ডলার থেকে ১৫৮,৪৬৪ডলার
  • বিজনেস সিস্টেমস এনালিস্টঃ ১০৮,৯৩৮ডলার থেকে ১৫৭,৮৫০ডলার
  • ডাটা সাইন্টিস্টঃ ১১৯,০০০ডলার থেকে ২১০,০০০ডলার
  • স্ট্রেটেজিক সোর্সিং ম্যানেজারঃ ১২৫,০০০ডলার থেকে ১৭২,৭৭১ডলার
  • প্রফেশনাল সার্ভিসেস কনসালটেন্টঃ ১৪৮,০০০ডলার থেকে ২০৫,০০০ডলার
  • প্রজেক্ট ম্যানেজারঃ ১২৫,০০০ডলার থেকে ১৮৮,০০০ডলার
  • অপারেশনস রিসার্চ এনালিস্টঃ ৮৪,৮২২ডলার থেকে ১৮৪,৮৫০ডলার
  • WW SDM প্ল্যানারঃ ১৩৫,০০০ডলার থেকে ১৪৯,৮৩১ডলার

কম্পিউটারস

  • প্রোডাকশন সার্ভিসেস ইঞ্জিনিয়ারঃ ১২০,০০০ডলার থেকে ১৫২,৯৫৫ডলার
  • সফটওয়্যার ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার – অ্যাপ্লিকেশনস ম্যানেজারঃ ১৭৩,১০২ডলার থেকে ২৯০,০০০ডলার
  • সফটওয়্যার ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার – ম্যানেজারঃ ১৭৪,৪৪৯ডলার থেকে ২৭০,০০০ডলার
  • ডিজাইন ভেরিফিকেশন ইঞ্জিনিয়ারঃ ১২২,০৪০ডলার থেকে ২১৭,৮৩৫ডলার
  • সফটওয়্যার QE ইঞ্জিনিয়ার ম্যানেজারঃ ১৬১,৬৭০ডলার থেকে ২১৭,২০৩ডলার
  • ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজারঃ ২১৫,০০০ডলার থেকে ২৪১,৬০৬ডলার
  • সফটওয়্যার ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার ম্যানেজারঃ ১৭১,০০০ডলার থেকে ২৮২,০০০ডলার

ইঞ্জিনিয়ারস

  • ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ম্যানেজারঃ ১৮০,০০০ডলার থেকে ১৯০,০০০ডলার
  • পাওয়ার ইঞ্জিনিয়ারঃ ১৪৫,৬৭৬ডলার থেকে ১৭৯,৫৬৬ডলার
  • সাপ্লাই চেইন প্রোগ্রাম ম্যানেজারঃ ১৩১,৭৬৪ডলার থেকে ১৪৬,৩৫৩ডলাএ
  • সফটওয়্যার ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার – টেস্টঃ ১২৯,৪১৩ডলার থেকে ১৯৬,০০০ডলার
  • প্রোডাক্ট কমপ্লায়েন্স ইঞ্জিনিয়ারঃ ১৫৬,৪৯৪ডলার থেকে ১৬৭,৩৬৩ডলার
  • পারফরম্যান্স এন্ড মডেল ইঞ্জিনিয়ারঃ ১৩৮,৩৭২ডলার থেকে ১৭৪,৩৬৩ডলার
  • জিপিইউ স্ট্যাটিক টাইমিং এনালাইসিস ইঞ্জিনিয়ারঃ ১৩৫,০০০ডলার থেকে ১৬৫,০০০ডলার
  • লেআউট ইঞ্জিনিয়ারঃ ১৩৪,১৩৮ডলার থেকে ১৯৪,৭৫০ডলার

আর্টিস্টস

  • এইচআই ডিজাইনার – মাল্টিমিডিয়া এন্ড এনিমেটরসঃ ১৩৯,০০০ডলার থেকে ২২০,০০০ডলার
  • ম্যারকোম ডিজাইনারঃ ১৩৭,০০০ডলার থেকে ১৬৫,০০০ডলার
  • গ্রাফিক ডিজাইনারঃ ৬২,৭৩৩ডলার থেকে ৯২,৮৫১ডলার
  • এইআই ডিজাইনার – কমার্সিয়াল এন্ড ইন্ডাস্ট্রয়ালঃ ১৯৬,০০০ডলার থেকে ২৩০,০০০ডলার
  • এইচআই ডিজাইনার – গ্রাফিক ডিজাইনারঃ ১৪০,০০০ডলার থেকে ২৭৫,০০০টাকা

ম্যানেজারস

  • ম্যানুফ্যাকচারিং কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং ম্যানেজারঃ ১৬৫,৮৬৭ডলার থেকে ২১০,১৩৭ডলার
  • অপারেশনস ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টঃ ১৮৭,৪৭৬ডলার থেকে ২০৮,০৩০ডলার
  • মার্কেটিং ম্যানেজারঃ ১৬৯,৭৯০ডলার থেকে ২৭৫,০০০ডলার
  • ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজারঃ ১৩০,০০০ডলার থেকে ২৫০,০০০ডলার
  • স্ট্রেটেজিক সোর্সিং ম্যানেজারঃ ১৪৬,৯২৫ডলার থেকে ১৯৪,২০৪ডলার
  • ম্যানুফ্যাকচারিং ডিজাইন ইঞ্জিনিয়ারিং ম্যানেজারঃ ১৬১,৫৯৯ডলার থেকে ১৭৭,৬৫৪ডলার

সূত্রের উল্লেখিত তথ্য থেকে দেখা যায় অ্যাপল তাদের কর্মচারীদের অনেক ভালো বেতন দিয়ে থাকে। এই সম্পর্কে আপনার মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে।

 

0 responses on "অ্যাপলে চাকরি করলে বেতন কত পাওয়া যায় জানুন"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025