Best Samsung smartphone under 25 thousand (2020) : বন্ধুরা, বর্তমান মার্কেটে প্রচুর মোবাইলের মডেল ও কোম্পানি কাজ করছেন।
এবং, এই ক্ষেত্রে ২৫ হাজার টাকার ভেতরে একটি ভালো মোবাইল কিনে নেওয়াটা আমাদের জন্য একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়।
তাই, কোন মোবাইলের মডেল ভালো হবে, কোন মোবাইলে ভালো features, performance এবং functions থাকবে, সেটা আগের থেকেই জেনে রাখাটা অনেক জরুরি।
এই ক্ষেত্রে, আপনি যদি ২০২০ এর কিছু “সেরা ও নতুন স্যামসাং মোবাইলের মডেল” গুলোর বেপারে জেনে নিতে চাচ্ছেন, তাহলে এই আর্টিকেল আপনার কাজে আসবে।
আমি আপনাদের বলবো, “২৫ হাজার টাকার ভেতরে স্যামসাং এর কিছু মোবাইলের বেপারে”, যেগুলো সেরা এবং প্রত্যেকটি আধুনিক features ও functions এই model গুলোতে রয়েছে।
তাই, যদি আপনার কাছে কেবল ২৫ হাজার টাকার বাজেট (budget) রয়েছে, তাহলে এই Best Samsung Smartphones গুলোর মধ্যে, যেকোনো একটি কিনে নিতে পারেন।
স্যামসাং এর এই নতুন মডেল গুলোতে, ভালো মানের ক্যামেরা, দ্রুত র্যাম (fast ram) এবং আধুনিক ও উন্নত মানের প্রসেসর (processor) পেয়ে যাবেন।
যার ফলে, pubg বা freefire এর মতো high graphic mobile games গুলো, অধিক স্মুথ (smooth) ভাবে এবং হাই FPS এ খেলতে পারবেন।
তাছাড়া, photography এবং multitasking এর ব্যবহারের জন্য Samsung এর এই model গুলো আপনাকে নিরাশ করবেনা।
যদি আপনারা কম দামে স্যামসাং মোবাইলের মডেল খুঁজছেন, তাহলে জেনে রাখুন ২৫ হাজার টাকার নিচে, Samsung এর ভালো smartphone পাবেননা।
তাই, একটি budget Samsung mobile কেনার ক্ষেত্রেও, আপনাকে কমেও ২৫,০০০/- টাকা খরচ করতেই হবে।
তাহলে চলুন, নিচে আমরা ২৫ হাজার টাকার মধ্যে, স্যামসাং কিছু ভালো এবং নতুন মোবাইলের মডেল গুলোর ব্যাপারে জেনেনেই।
৭+ নতুন স্যামসাং মোবাইলের মডেল : (Budget Samsung Smartphones)
স্যামসাং স্মার্টফোনের আরো একটি লাভ ও বিশেষত্ব অবশই রয়েছে।
Samsung mobile এর প্রত্যেকটি মডেলে, আপনারা উৎচ্চমানের HD display, High camera quality এবং দ্রুত processor performance পাবেন।
তবে, অন্যান্য smartphone এর তুলনায়, স্যামসাং এর মোবাইল গুলোতে এই ৩ টি বিষয়ের কোয়ালিটি অধিক উন্নত ও আকর্ষণীয় হওয়া দেখা গেছে।
আপনি অন্যান্য smartphone company model গুলোকে Samsung smartphone গুলোর সাথে compare করলেই, পার্থক্য বুঝতে পারবেন।
২৫ হাজার টাকার ভেতরে সেরা স্যামসাং মোবাইল (২০২০)
নিচে আমি যেগুলো মোবাইলের বিষয়ে বলবো সেগুলো আপনারা অনলাইন এবং অফলাইন মার্কেট থেকে কিনে নিতে পারবেন।
তাছাড়া, মোবাইলের মডেল গুলোর দাম জায়গা বিশেষে আলাদা আলাদা হতে পারে।
এবং, সময়ে সময়ে মোবাইল গুলোর price change হতেই থাকে।
তাই, যখন আপনি আর্টিকেলটি পড়ছেন, তখন হতে পাড়ে আমি দেওয়া প্রাইস নেই।
তবে, এখানে দেওয়া মোবাইলের দাম গুলোর সাথে বিশেষ কিছু পার্থক্য আপনারা পাবেননা।
চলুন আজকের বিষয় “Samsung mobile review in Bangla” শুরু করা যাক.
Best Samsung mobile price & features under 25,000
Mobile model | Ram/storage | Price IND (approx) | Price in BD (approx) |
---|---|---|---|
Samsung Galaxy M40 | 6GB / 128GB | Rs.১৭,৯৯৯/- | ৳. 24,990 |
Samsung Galaxy M31 | 6GB / 64 GB | Rs.১৫,৯৯৯/- | ৳. 23,999 |
Samsung Galaxy M21 | 4GB / 64GB | Rs.১২,৬৯৯/- | ৳. ১৬,০০০ |
Samsung Galaxy M30s | 4GB / 64GB | Rs.১৪,৯৯৯/- | ৳. ২১,৫০০ |
Samsung Galaxy A50s | 4GB / 128GB | Rs.১৮,৫৯৯/- | ৳. ২৬,৯০০ |
Samsung Galaxy A20s | 3GB / 32 GB | Rs.১২,৪৯০/- | ৳. ১৪,৫০০ |
Samsung Galaxy A20s | 4GB / 64GB | Rs.১৪,০০০/- | ৳.১৭,০০০/- |
Samsung Galaxy M10s | 3GB / 32 GB | Rs.৪,০০০/- | ৳.১০,৯৯০/- |
এখন চলুন, নিচে আমরা এক এক করে মোবাইল গুলোর বিষয়ে বিস্তারিত ভাবে জেনেনেই।
১. Samsung Galaxy M40
Samsung galaxy M40, মোবাইলের বিষয়ে আপনারা হয়তো অবশই শুনেছেন।
বর্তমান সময়ে, স্যামসাং এর সব থেকে সেরা এন্ড্রয়েড মোবাইল হিসেবে এই মডেল টিকে ধরা হচ্ছে।
কেননা, এই মোবাইলের আকর্ষণীয় display এবং features গুলো অপূর্ব।
Samsung galaxy M40 তে থাকছে, latest android v9 pie OS.
স্যামসাং ফোনের মডেল টিতে “6GB RAM, 128GB Storage” এর একটি variation রয়েছে।
এমনিতে, এই মোবাইলে রয়েছে triple rear camera.
মানে, মোবাইলের পেছনে থাকবে তিনটি camera.
এর বাইরে, front camera র ক্ষেত্রে থাকছে “16MP front facing camera“.
তাই, এই মোবাইলের মাধ্যমে আকর্ষণীয় সেলফি (selfie) ছবি তোলার মজাই হবে আলাদা।
তাছাড়া, এই ফোনের মডেলে আপনারা ৬ জিবির RAM এবং octa core processor পাচ্ছেন, যার ফলে multitasking এবং HD high graphic gaming এর ক্ষেত্রে কোনো সমস্যা আপনার হবেনা।
তবে, স্যামসাং এর এই মোবাইলটির দাম একটু বেশি হলেও, এ আপনাকে নিরাশ করবেনা।
Features of Galaxy M40:
- 32MP + 8MP + 5MP triple rear camera.
- 16MP front facing camera.
- 6.3-inch, FHD+ capacitive touchscreen, 1080 pixels resolution.
- 128GB storage
- 6GB RAM
- Dual nano SIM with dual standby (4G+4G).
- Android v9 Pie operating system.
- 2GHz Qualcomm Snapdragon, octa core processor.
- 3500mAH lithium-ion battery.
তাহলে, ২০২০ সালের একটি সেরা এন্ড্রয়েড মোবাইলের হিসেবে Samsung Galaxy M40, কে অবশই বলা যেতে পারে।
২. Samsung Galaxy M31
এখন, আপনি যদি একটু কম স্টোরেজ এর মধ্যে স্যামসাং এর ভালো স্মার্টফোন কিনতে চাচ্ছেন, তাহলে “Samsung Galaxy M31” আমার হিসেবে সেরা।
এই মোবাইল আপনারা ভারতে প্রায় ১৫,০০০ টাকা এবং বাংলাদেশে প্রায় ২৪,০০০ টাকার ভেতরে পেয়ে যাবেন।
Android v10.0 operating system এর সাথে এই স্মার্টফোনে 64GB storage স্টোরেজ আপনারা পাচ্ছেন।
64MP + 8MP + 5MP + 5MP rear camera এবং 32MP front facing camera র সাথে আপনারা করতে পারবেন “professional photography”.
1080 pixels resolution এবং 6.4-inch FHD+ display থাকার ফলে, HD movies এবং games খেলে পাবেন সেই মজা।
তাছাড়া, 6GB RAM এবং 2.3GHz Exynos 9611 Octa core processor থাকার ফলে “multitasking” এবং “high graphics games” খেলার ক্ষেত্রে কোনো ধরণের অসুবিধে আপনি পাবেননা।
আর, আপনি যদি নিজের মোবাইলের সাথে অনেকটা সময় কাজ করতে চাচ্ছেন, তাহলে সেটাতেও কোনো সমস্যা হবেনা।
কেননা, Samsung Galaxy M31 মোবাইলে আমাদের দেওয়া হচ্ছে “6000mAH lithium-ion battery“, যার ফলে এক বার charge দিলেই সম্পূর্ণ দিন কাটিয়ে দিতে পারবেন।
আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে মোবাইলটির design, looks এবং style .
Front side থেকে দেখুন কি back side থেকে, একটি premium look আপনি অবশই পাবেন।
Features of Samsung Galaxy M31:
- 64MP + 8MP + 5MP + 5MP rear camera.
- 32MP front facing camera.
- 6.4-inch FHD+ capacitive touchscreen with 2340 x 1080 pixels resolution.
- 64GB storage.
- 6GB RAM
- Dual SIM with dual standby (4G+4G).
- Android v10.0 operating system.
- 2.3GHz + 1.7GHz Exynos 9611 Octa core processor.
- 6000mAH lithium-ion battery (গুরুত্বপূর্ণ লাভ).
যদি ৬৪ জিবি স্টোরেজ স্পেস আপনার জন্য যথেষ্ট, তাহলে “Samsung Galaxy M31″ মোবাইলটি ছেড়ে দিবেননা।
৩. Samsung Galaxy M21
Samsung Galaxy M21, মোবাইলের দুটি variation রয়েছে।
একটি,
- 6GB RAM, 128GB Storage, এবং
- 4GB RAM, 64GB Storage.
দুটো মডেল সম্পূর্ণ ভাবে একি, তবে তাদের RAM এবং Storage space এর মধ্যে পার্থক্য রয়েছে।
তবে, আমি আপনাকে 4GB RAM এবং 64GB Storage এর মডেলটি নেওয়ার পরামর্শ দিবো।
কেননা, এই configuration আপনার জন্য যথেষ্ট হবে।
Galaxy M21 আসছে “48MP Main Camera + 8MP Ultra Wide Camera + 5MP Depth Camera এবং 20MP front camera র সাথে।
তাছাড়া, Android 10.0 latest operating system আপনাকে স্যামসাং মোবাইলের এর মডেলে দেওয়া হবে।
এখানেও, 6000mAH lithium-ion battery র শক্তির সাথে আপনারা সম্পূর্ণ দিন চার্জ না দিয়েই মোবাইলটি ব্যবহার করতে পারবেন।
Exynos 9611-Octa Core processor এর ফলে এই মোবাইল multitasking, heavy gaming এবং multimedia playing এর ক্ষেত্রে আপনাকে কোনো সমস্যা হতে দিবেনা।
Samsung Galaxy M21 features:
- 48MP + 8MP + 5MP rear camera.
- 20MP front facing camera.
- 6.4-inch FHD + capacitive touchscreen.
- 4GB RAM.
- 4GB storage.
- Android 10.0 operating system.
- 2.3GHz Exynos 9611-Octa Core processor.
- 6000mAH lithium-ion battery (সেরা ফীচার).
তাহলে, ১৫ হাজার টাকার ভেতরে যদি স্যামসাং এর একটি ভালো মোবাইল খুঁজছেন, তাহলে “Galaxy M21″ কিন্তু সেরা।
৪. Samsung Galaxy M30s
আপনি যদি photography করা পছন্দ করেন, তাহলে আপনার জন্য সুখবর।
কারণ, Galaxy M30s আসছে “48MP + 8MP + 5MP triple rear camera” র সাথে।
এবং, এই মোবাইলের মাধ্যমে প্রফেশনাল ফটো তোলা সম্ভব।
তাছাড়া, 16MP front facing camera র মাধ্যমে ভালো selfie ফটো তুলতে পারবেন।
স্যামসাং এর এই smartphone এর মডেলের ও রয়েছে দুটো variant.
- 4GB / 64GB. এবং,
- 6GB / 128GB
তবে, মোবাইল কেনার ক্ষেত্রে আমি পরামর্শ দিবো 4GB / 64GB variant টি কেনার।
এতে, আপনার একটি কম টাকা খরচ হবে এবং এতোটা স্টোরেজ এবং র্যাম এর প্রয়োজন নেই।
তবে, আপনি অধিক বেশি র্যাম এর মোবাইল কেনার ইচ্ছে রাখলে, একটু বেশি টাকা দিয়ে “6GB RAM” এর প্রকারটি অবশই কিনে নিতে পারবেন।
Features of Galaxy M30s:
- 48MP + 8MP + 5MP triple rear camera.
- 16MP front facing camera.
- 6.4-inch FHD+ capacitive touchscreen.
- 4GB RAM.
- 64GB storage.
- Android v9.0 Pie operating system.
- 2.3GHz Exynos 9611 octa core processor.
- 6000mAH lithium-ion battery with fast charging.
- 15W Type-C fast charger.
India তে ৪ জিবি র্যাম এর মডেলটি আপনারা প্রায় Rs.১৫,০০০/- টাকার ভেতরেই পেয়ে যাবেন এবং বাংলাদেশে ৳. ২১,৫০০ মধ্যে এই মোবাইল পাবেন।
৫. Samsung Galaxy A50s
Samsung Galaxy A50s, মোবাইলের আকর্ষণীয় লুক্স (looks) এবং স্টাইল (style) আমার অনেক পছন্দ।
হে, 4GB RAM, 128GB Storage এর এই মডেল আপনারা অনেক ভালো একটি দামেই পেয়ে যাচ্ছেন।
কারণ, যখন আমরা ভালো ক্যামেরা থাকা মোবাইলের কথা বলছি, তখন মোবাইলে 48+5+8MP triple rear camera থাকাটা কিন্তু অনেক বড় বেপার।
তাছাড়া, আমরা সবাই জানি, স্যামসাং এর প্রত্যেকটি মোবাইলের মডেলের ক্যামেরা কোয়ালিটি কতটা ভালো।
আর, আপনি ভাবতেই পারেন যে, 48+5+8MP triple rear camera র সাহায্যে, কতটা পরিষ্কার এবং ভালো কোয়ালিটির প্রফেশনাল ছবি আপনি তুলতে পারবেন।
এর বাইরেও, পারফেক্ট সেলফি (selfie) তোলা ক্ষেত্রেও কিন্তু 32MP front camera আপনি পাচ্ছেন।
তাই, ২৫,০০০ টাকার ভেতরে multitasking, heavy gaming আর professional photography করার ক্ষেত্রে, এই মোবাইলের মডেল সেরা।
তবে, ভারতে এই মোবাইলের দাম ২০,০০০ এর ভেতরে।
Samsung galaxy mobile এর এই model এও আপনারা দুটি প্রকার পাচ্ছেন।
- 6GB RAM, 128GB Storage.
- 4GB RAM, 128GB Storage.
ব্যাটারির কথা বললে, আমরা এই মডেলে পাচ্ছি “4000mAH lithium-ion battery” যেটা কোনো ভাবেই খারাপ অপসন নয়।
Samsung Galaxy A50s features:
- 48+5+8MP triple rear camera
- 32MP front camera
- 6.4-inch super amoled V cut display
- 4GB RAM
- 128GB internal memory storage
- Dual SIM dual-standby (4G+4G)
- Android v9 Pie operating system
- 2.3GHz Exynos 9611 octa core processor
- 4000mAH lithium-ion battery.
আশা করছি, আমার মতোই এই মোবাইলের ফিচার (features) এবং ফাঙ্কশন (function) গুলো আপনারও ভালো লেগেছে।
তবে এই মডেলটির screen এবং display অনেক আকর্ষণীয়।
৬. Samsung Galaxy A20s
এখন আপনি যদি একটু কম টাকাতে স্যামসাং এর ভালো মোবাইল কিনে নিতে চাচ্ছেন, প্রায় ১৫ হাজার টাকার ভেতরে, তাহলে “Samsung Galaxy A20s” আপনার জন্য সেরা মোবাইল হিসেবে প্রমাণিত হতে পারে।
কারণ, এই smartphone এর মডেলের দুটি প্রকার রয়েছে।
- 3GB RAM / 32GB storage
- 4GB RAM / 64GB storage
দুটো মডেলের মধ্যে প্রায় প্রায় ১,০০০ থেকে ১,৫০০ তারা পার্থক্য রয়েছে।
এছাড়া, দুটো মডেলে features এবং functions এক রকমের।
India তে 3GB / 32 GB মডেলটি আপনারা প্রায় Rs.১২,৪৯০/- এবং Bangladesh এ মডেলটি প্রায় ৳. ১৪,৫০০ মধ্যে পেয়ে যাবেন।
এর বিপরীতে, 4GB / 64GB মডেলটি ভারতে পাবেন প্রায় Rs.১৪,০০০/- টাকার ভেতরে এবং বাংলাদেশে পাচ্ছেন প্রায় ৳.১৭,০০০/- টাকার ভেতরে।
“স্যামসাং গ্যালাক্সি এ ২০ এস”, মোবাইলটির দাম কম হলেও, মোবাইলের লুক্স (looks) এবং আকর্ষণ কমে জাইনেই।
মোবাইলটি দেখতে কিন্তু অনেক সুন্দর।
Features of Samsung Galaxy A20s (3GB RAM/4GB RAM):
- 13MP +8MP +5MP triple rear camera.
- 8MP front facing camera.
- 6.4-inch with 720 x 1520 pixels resolution.
- 3GB RAM / 32GB storage এবং 4GB RAM / 64GB storage.
- Dual SIM dual-standby (4G+4G).
- Android v9.0 Pie operating system.
- 1.8GHz Qualcomm octa core processor.
- 4000mAH lithium-ion battery.
তাহলে, আপনার বাজেট (budget) যদি কম, তাহলে স্যামসাং গ্যালাক্সি এ ২০এস মোবাইলটির বিষয়ে ভাবতে পারেন।
হে, ক্যামেরার পাওয়ার একটু কম আছে যদিও, অন্যান্য features এবং functions গুলো খারাপ মোটেও না।
বিশেষ ভাবে যদি professional photography করার জন্য মোবাইল কেনার কথা ভাছেন, তাহলে এটা আপনার পছন্দের মোবাইল নাও হতে পারে।
৭. Samsung Galaxy M10s
যদি আপনার বাজেট অনেক বেশি কম এবং অনেক কমের মধ্যে একটি ভালো স্যামসাং স্মার্টফোন কিনে নিতে চাচ্ছেন, তাহলে “স্যামসাং গ্যালাক্সি এম ১০ এস” কিন্তু খারাপ অপসন নয়।
এমনিতে, এই মডেলটি একটু পুরোনো হলেও এখনো অনেকেই স্যামসাং এর এই মোবাইল কিনি নিচ্ছেন।
কারণ, অনেক কমের মধ্যে ভালো ভালো features এবং functions আপনারা “গ্যালাক্সি এম ১০ এস” এ পাচ্ছেন।
13MP + 5MP primary camera মাধ্যমে ভালো কোয়ালিটির ছবি তুলে নিতে পারবেন।
হে, professional photography করার ক্ষেত্রে এই ক্যামেরা তেমন ভালো হবেনা।
তবে, আপনার কাজ চলবে।
8MP front facing camera, ব্যবহার করে বেসিক (basic) সেলফি ছবি নিতে পারবেন।
3GB RAM এবং 32GB storage আপনারা এখানে পাচ্ছেন যেটা সাধারণ ব্যবহারের ক্ষেত্রে ওকে।
1.6 GHz Exynos 7884B octa core processor থাকার ফলে, pubg এবং free-fire এর মতো গেম গুলো, কোনো অসুবিধে ছাড়াই খেলতে পারবেন।
Samsung Galaxy M10s features:
- 13MP + 5MP primary camera
- 8MP front facing camera
- 6.4-inch HD+ touchscreen with 720 x 1560 pixels resolution
- 3GB RAM | 32GB storage
- Dual nano SIM with dual standby (4G+4G)
- Android v9.0 Pie operating system
- 1.6 GHz GHz Exynos octa core processor
- 4000mAH lithium-ion battery
- Fast charging / 15W Type-C fast charger
এমনিতে যদি আপনার কাছে কেবল ১০ হাজার টাকা রয়েছে, এবং ১০ হাজার টাকার মধ্যে একটি ভালো স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে “স্যামসাং গ্যালাক্সি এম ১০ এস মোবাইলটি” আমার হিসেবে সেরা।
তাহলে বন্ধুরা, আশা করছি আজকের এই “Samsung mobile review in Bangla” বিষয়টি নিয়ে লেখা আমাদের আর্টিকেল আপনাদের অবশই ভালো লেগেছে।
এমনিতে বর্তমে সময়ে, স্যামসাং এর ভালো মোবাইল বললে, ওপরে দেওয়া মডেল গুলোকেই বলা যেতে পারে।
তবে, আপনার নজরে যদি আরো ভালো ভালো মোবাইল রয়েছে যেগুলো ২৫ হাজার টাকার ভেতরে পাওয়া যেতে পারে, তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।
0 responses on "৭+ স্যামসাং মোবাইল এর নতুন মডেল – (২৫ হাজার টাকার ভেতরে)"