• No products in the cart.

সিম কার নামে রেজিস্ট্রেশন করা কিভাবে জানবো ?

সিম কার নামে রেজিস্ট্রেশন করা কিভাবে জানবো ? যদি আপনার কাছেও অচেনা নাম্বার থেকে মিস কল আসে বা অচেনা ফোন আসে তাহলে আপনিও অবশই ফোন করা মানুষটির নাম জানতে চাইবেন।

তবে আপনি চিন্তা করবেননা, আজ আমি আপনাদের এমন এক উপায় বলবো যার দ্বারা আপনি যেকোনো ফোনের সিম কার নামে আছে তা ফোন আসার সময় জেনে যাবেন।

আপনার মোবাইলে কন্ট্যাক্ট নম্বর save থাকুক বা না থাকুক, জেকেও যে আপনার মোবাইল ফোনে কল করবে তার সিমের রেজিস্টার্ড নাম আপনি তখনেই জেনে জাবের।

চলুন এখন নিচে আমরা জেনেনেই, যেকোনো সিম কার নামে রেজিস্ট্রেশন করা আছে তা কিভাবে জানবো।

সিম কার নামে রেজিস্ট্রেশন করা কিভাবে জানবো ?
যেকোনো মোবাইল নাম্বার কার নামে আছে তা জানার জন্য আমি একটা অনেক সহজ ও সাধারণ উপায় বলবো।

এই উপায় বা সমাধানটি আপনি নিজের মোবাইল বা কম্পিউটার দুটোই ব্যবহার করে করতে পারবেন।

সেই সমাধানটি হলো “Truecaller app এবং website” দ্বারা।

হে, truecaller এন্ড্রয়েড এপ্লিকেশন বা ওয়েবসাইট এমন একটি সহজ উপায় যেখানে আপনি যেকোনো মোবাইল নম্বর লিখে সার্চ করে দিলেই আপনাকে truecaller সেই সিমের মালিক কে তার নাম জানিয়ে দেয়।

Truecaller, সিম কার নাম রয়েছে তা আপনাকে জানানোর সাথে সিমের মালিকের ইমেইল এড্রেস এবং এড্রেস ও বলে দিতে পারে।

কিন্তু একেবারে সঠিক এড্রেস অনেক কম ক্ষেত্রেতে আপনি জানবেন কিন্তু সিমের মালিকের নাম এবং ইমেইল আইডি অবশই truecaller আপনাদের বলেদিবে।

সিম রেজিস্ট্রেশন কার নামে জানার উপায় – (Truecaller দ্বারা)
Truecaller এ যেকোনো মোবাইল নম্বরের মালিকের নাম জানার জন্য দুটো option রয়েছে।

প্রথম, truecaller ওয়েবসাইট এ গিয়ে এবং দ্বিতীয় হলো Truecaller android এপ্লিকেশন ব্যবহার করে।

তাই চলেন নিচে এক এক করে দুটো অপসন এ আমরা জেনেনেই।

#১. Truecaller ওয়েবসাইটে গিয়ে অচেনা নাম্বার এর বিষয়ে জানুন:
আপনাকে যেই মোবাইল নম্বর থেকে ফোন করা হচ্ছে বা missed কল দেয়া হচ্ছে বা আপনি যেই সিম number এর বিষয়ে জানতে চান সেই নম্বরটি নিয়ে truecaller এর ওয়েবসাইট এ যান।

এখন নিচে আপনি একটা বাক্স দেখবেন যার ওপরে লিখা থাকবে “search phone number” .

মানে, যেকোনো নম্বরের বিষয়ে জানুন।

এখন যেভাবে আপনি ওপরে ইমেজে দেখছেন বাক্সটিতে মোবাইল নম্বর লিখুন। নম্বর লিখে সার্চ অপসন টিতে ক্লিক করুন। এখন আপনাকে truecaller লগইন / signin করতে বলবে।

Truecaller এ লগইন করার জন্য “sign in” অপসন টিতে ক্লিক করুন।

Sign in এ ক্লিক করার পর আপনাকে gmail বা microsoft একাউন্ট দিয়ে লগইন করার অপসন দেওয়া হবে।

আমি জানি আপনাদের অবশই gmail একাউন্ট আছে।

তাই gmail একাউন্টের অপসন ক্লিক করুন এবং জিমেইল আইডি দিয়ে truecaller এ লগইন করে নিন।

আপনার যদি Hotmail বা outlook একাউন্ট আছে তাহলে Microsoft-এর অপশনে ক্লিক করে লগইন করেনিন।

এখন জিমেইল বা MOCROSOFT একাউন্ট দিয়ে truecaller এ লগইন করার পরে আপনার দিয়ে দেওয়া মোবাইল নম্বর টি কার নামে রেজিস্ট্রেশন করা আছে তা truecaller আপনাকে জানিয়ে দেবে।

যেরকম আপনি ওপরে দেখছেন আপনাকে truecaller কেবল সিমের মালিকের নাম এবং ইমেইল এড্রেস জানিয়ে দেবে। এতে, আপনি চাইলে মোবাইল নম্বরের মালিককে ইমেইল করে মেসেজ ও করতে পারবেন।

এখন এন্ড্রয়েড মোবাইলে truecaller app দিয়ে unknown মোবাইল নম্বর বা সিমের owner কে তা কিভাবে জানাযাবে সেটা জেনেনেই।

Truecaller app দিয়ে সিম কার নাম আছে জানুন

App-টি আপনি নিজের android মোবাইলে ডাউনলোড করতে পারবেন।

তাই যদি আপনার কাছে একটি এন্ড্রয়েড মোবাইল আছে তাহলে গুগল প্লে স্টোর থেকে truecaller app ডাউনলোড করেনিন।

Truecaller android app আপনি এই লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।

Truecaller আপনার মোবাইলে থাকলে আপনার অচেনা unknown মোবাইল নম্বর থেকে কোনো ভয় নেই।

কারণ, যখন আপনার মোবাইলে কেউ ফোন করবে তখন আপনাকে truecaller যে ফোন করেছে তার caller id দেখিয়ে দেবে। Caller id তে, যে ফোন করেছে তার নাম্বার এবং নাম আপনি দেখতে পাবেন।

ফোন কর্তার নম্বর আপনার মোবাইল এ সেভ থাকুক বা না থাকুক, যখন কেও আপনাকে কেউ ফোন করবে আপনি তার নাম সেই সময় দেখতে পারবেন।

এখন যার নম্বর থেকে ফোন এসেছে সেই নম্বর কার নামে আছে তা তো আপনি জেনে যাবেন।

তাই যদি সেই ফোন নম্বর থেকে আপনি আর কোনো ফোন আশা চাননা তাহলে,

True caller app এ থাকা block number function টি ব্যবহার করে যেকোনো নম্বর block করতে পারবেন।

নম্বর ব্লক করার পর আপনার মোবাইলে সেই ব্লক করা মোবাইল নম্বর থেকে আর কোনো ফোন আসবেনা।

আপনি এখন এইটা অবশই জেনেগেছেন যে সিম কার নামে আছে সেইটা কিভাবে জানবো।

Truecaller app-এর লাভ ও সুবিধা গুলো কি ?

যেকোনো মোবাইল নম্বর এর মালিকের নাম জানার ক্ষেত্রে truecaller app-এর কিছু লাভ ও সুবিধা অবশই রয়েছে। নিচে আমরা এই app-এর features গুলো জেনেনেই চলুন।

১. সম্পূর্ণ ফ্রি: আপনি সম্পূর্ণ ফ্রীতে এই এপ্লিকেশন ব্যবহার করে যেকোনো ফোন নম্বর কার নামে আছে সেটা জেনেনিতে পারবেন।

২. অন্যান্য তথ্য: কেবল সিম কার নামে আছে সেটাই নয়, আপনি নম্বরের সাথে জড়িত অন্যান্য তথ্য গুলোও পাবেন। যেমন, কোন লোকেশন (country) থেকে ফোন করা হয়েছে, মোবাইল নম্বর কোম্পানি এবং কিছু ক্ষেত্রে মালিকের ইমেইল আইডি।

৩. নিরাপত্তা: আপনার মোবাইলে এই Truecaller-এর app-টি install করা থাকলে, যখনইবা আপনার ফোনে কোনো নাম্বার থেকে ফোন আসবে, সেই নাম্বার কার নামে আছে সেটা সাথে সাথেই দেখানো হবে। এরপর, আপনি চাইলে ফোন তুলতেও পারেন বা কেটেদিতে পারেন। সেটা আপনার ইচ্ছে।

উপসংহার,

আশাকরি আপনাকে আমি ভালোকরে বুঝাতে পারলাম যে কিভাবে আপনি অচেনা মোবাইল নাম্বারের ডিটেলস দেখতে বা জানতে পারবেন।

যদি আপনার কোনো অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে আমাকে কমেন্ট অবশই করবেন।

4 responses on "সিম কার নামে রেজিস্ট্রেশন করা কিভাবে জানবো ?"

 1. 01908592672

  • কমেন্ট করার জন্য ধন্যবাদ, ❤

   আমাদের সাথে চ্যাট করতে চাইলে এই পেজে ম্যাসেজ দিন:👇👇👇
   https://www.facebook.com/OfficialTechnicalBangla/

   কোর্স কিনতে চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করুন :👇👇👇
   https://www.technicalbangla.com/

   অনলাইনে শপিং চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করুন :👇👇👇
   https://www.newbdshop.com/

   সরাসরি ফোনে কথা বলতে চাইলে এই নাম্বারে ফোন দিন :👇👇👇
   +8801998569895

   ধন্যবাদ ❤

 2. আমার সিম হাড়িয়ে গেছে কিন্তু আমি যানি না যে সিম কার্ড কার নামে রেজিষ্ট্রেশন করা

  • কমেন্ট করার জন্য ধন্যবাদ, ❤

   আমাদের সাথে চ্যাট করতে চাইলে এই পেজে ম্যাসেজ দিন:👇👇👇
   https://www.facebook.com/OfficialTechnicalBangla/

   কোর্স কিনতে চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করুন :👇👇👇
   https://www.technicalbangla.com/

   অনলাইনে শপিং চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করুন :👇👇👇
   https://www.newbdshop.com/

   সরাসরি ফোনে কথা বলতে চাইলে এই নাম্বারে ফোন দিন :👇👇👇
   +8801998569895

   ধন্যবাদ ❤

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.