• No products in the cart.

বিকাশে ডিসেম্বর বোনাস অফার এলো!

বিকাশ নিয়ে এসেছে বেশ কিছু আকর্ষণীয় অফার যা বিকাশ অ্যাপের My Offers সেকশন থেকে গ্রহণ করা যাবে। এই পোস্টে আমরা দুইটি কার্ড টু বিকাশ অফার সম্পর্কে জানবো।

বিকাশ ১০০টাকা ক্যাশব্যাক অফার

১৩,০০০টাকা কার্ড টু বিকাশ করে পাওয়া যাবে ১০০টাকা ক্যাশব্যাক অফার। এই অফারটি নির্দিষ্ট বিকাশ গ্রাহকগণ পেয়ে যাবেন তাদের বিকাশ অ্যাপের মাই অফারস সেকশনে। বিকাশ ১০০টাকা ক্যাশব্যাক অফারটি পেতে কার্ড থেকে বিকাশে ১৩,০০০টাকা এড করতে হবে।

বিকাশ ১০০টাকা ক্যাশব্যাক অফার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

  • অফারের ধরনঃ কার্ড টু বিকাশ
  • পরিমাণঃ ১৩,০০০টাকা
  • ক্যাশব্যাকঃ ১০০টাকা
  • শেষ তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২২

বিকাশ ১৩,০০০টাকা কার্ড টু বিকাশ করে ১০০টাকা ক্যাশব্যাক অফারটি চলবে ডিসেম্বর ৩১ পর্যন্ত।

বিকাশ ১০০টাকা ক্যাশব্যাক অফারটি নিতে বিকাশ অ্যাপ থেকে মাই অফারস সেকশনে প্রবেশ করে কার্ড থেকে বিকাশে নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাড মানি করতে হবে। আপনার সুবিধার জন্য আমরা ধাপগুলো আলোচনা করছি।

  • বিকাশ অ্যাপে প্রবেশ করুন
  • My Offers অপশনে ট্যাপ করুন
  • এরপর কাংখিত Card to bKash অপশনের পাশে থাকা Get Offer অপশনে ট্যাপ করুন
  • MasterCard ও Visa এর মধ্যে আপনার পছন্দমত অপশন সিলেক্ট করুন
  • এবার প্রয়োজনীয় তথ্য প্রদান করুন
  • ক্যাশব্যাক পেতে এই প্রক্রিয়ায় ১৩,০০০টাকা এড মানি করুন

উল্লেখ্য যে ১০০টাকা ক্যাশব্যাক অফারটি পেতে বিকাশ অ্যাপের মাই অফারস সেকশন থেকে এড মানি করতে হবে। সরাসরি এড মানি অপশনের মাধ্যমে বিকাশে টাকা আনলে এই অফারটি নাও পেতে পারেন। কারণ এই অফারটি সবার জন্য নয়। যাদের জন্য অফারটি আছে তারা মাই অফারস সেকশনে এটি পাবেন। বিকাশ ১০০টাকা ক্যাশব্যাক অফার এর শেষ মেয়াদ ডিসেম্বর ৩১, ২০২২। শর্ত পূরণ করে কার্ড টু বিকাশ করার পরেরদিন বা এক কার্যদিবসের মধ্যে ক্যাশব্যাক বোনাস পেয়ে যাবেন।

ভিসা কার্ড টু বিকাশ কিভাবে করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে নিচে লিংক করা পোস্ট ঘুরে আসতে পারেন। এক্ষেত্রে ভিসা কার্ড টু বিকাশ এর প্রক্রিয়াটি আপনার কাছে আরো সহজ মনে হবে।

বিকাশ ৫১টাকা ক্যাশব্যাক অফার

নির্দিষ্ট গ্রাহকের জন্য, যেকোনো পরিমাণ কার্ড টু বিকাশ করলে ৫১টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। আবারো বলছি, এই অফারও শুধুমাত্র নির্দিষ্ট গ্রাহকদের জন্য প্রযোজ্য। অর্থাৎ সকল বিকাশ গ্রাহক এই অফার পাবেন না। আপনি এই ৫১টাকা বিকাশ ক্যাশব্যাক অফার পাবেন কিনা তা জানতে বিকাশ অ্যাপ থেকে মাই অফারস সেকশনে প্রবেশ করুন।

বিকাশ ৫১টাকা ক্যাশব্যাক অফার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

  • অফারেন ধরনঃ কার্ড টু বিকাশ
  • পরিমাণঃ যেকোনো
  • ক্যাশব্যাকঃ ৫১টাকা
  • শেষ তারিখঃ ডিসেম্বর ৩১,২০২২

বিকাশ ৫১টাকা কার্ড টু বিকাশ অফার পেতেঃ

  • বিকাশ অ্যাপে প্রবেশ করুন
  • My Offers অপশনে ট্যাপ করুন
  • এরপর কাংখিত Card to bKash অপশনের পাশে থাকা Get Offer অপশনে ট্যাপ করুন
  • আপনার পছন্দমত অপশন সিলেক্ট করুন
  • প্রয়োজনীয় তথ্য প্রদান করুন
  • ক্যাশব্যাক পেতে যেকোনো পরিমাণ অর্থ এড করুন

ব্যাস! এভাবে বেশ সহজে ৫১টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। উল্লেখ্য যে এই অফার শুধুমাত্র নির্দিষ্ট গ্রাহকের জন্য। অর্থাৎ আপনার বিকাশ অ্যাপের মাই অফার সেকশনে প্রদর্শন করলে শুধুমাত্র তবেই আপনি এই অফার পাবেন। এই অফার এর শেষ মেয়াদ ৩১ ডিসেম্বর।

মাস্টারকার্ড কার্ড টু বিকাশ কিভাবে করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে নিচে লিংক করা পোস্ট ঘুরে আসতে পারেন। পোস্টটি থেকে প্রয়োজনীয় তথ্য জেনে নিলে মাস্টারকার্ড কার্ড টু বিকাশ এর প্রক্রিয়াটি আপনার কাছে আরো সহজ মনে হবে।

 

0 responses on "বিকাশে ডিসেম্বর বোনাস অফার এলো!"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025