• No products in the cart.

ফেসবুক থেকে ডিলিট হওয়া ভিডিও, পোস্ট, মেসেজ বা ছবি পুনরুদ্ধার করুন

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো, ফেসবুক থেকে ডিলিট হওয়া ছবি, মেসেজ, পোস্ট, ভিডিও কিভাবে রিকোভার করবেন বা সেগুলোকে ফিরিয়ে আনার উপায় কি (How to Recover Deleted Facebook Photo, Video & Message)

যদি আপনি ফেসবুক ব্যবহার করেন এবং ফেসবুকে নিয়মিত পোস্ট করেই থাকে, তাহলে হয়তো কোনো না কোনো সময় ফেসবুকে আপলোড করা নিজের পোস্ট, ছবি, ভিডিও ইত্যাদি ডিলিট অবশই করেছেন।

এখন ডিলিট করা পর্যন্ত সব ঠিকি আছে, তবে যদি আপনারা ডিলিট হয়ে যাওয়া ছবি, ভিডিও বা পোস্ট গুলোকে আবার রিকভার করতে চান, তাহলে সেটা কি সম্ভব ?

অবশই সম্ভব, আপনারা ফেসবুক এর মধ্যে থাকা একটি দারুন feature এর ব্যবহার করে নিজের ফেসবুক একাউন্ট এর প্রত্যেকটি ফাইল ও ডাটা গুলো ডাউনলোড করে নিতে পারবেন।

সে ছবি, ভিডিও, পোস্ট, ট্যাগ ইমেজ বা যেটাই হোক সবটা ঘুরিয়ে পাবেন।

তাই, যদি আপনার Facebook account থেকে ভুলে কোনো Image, Video বা Message ডিলিট হয়ে গেছে, তাহলে আপনাকে আর চিন্তা করতে হবেনা।

Facebook একটি দারুন online file storage platform যেখানে প্রায় প্রত্যেকেই নিজেদের প্রিয় ছবি এবং ভিডিও গুলোকে আপলোড করে রাখেন।

লোকেরা বছরের পর বছর নিজের বিভিন্ন ছবি এবং ভিডিও গুলোকেও ফেসবুকে আপলোড করে সেভ করে রাখেন।

তাই, ফেসবুকে সেভ করে রাখার ফলে অনেক ছবি বা ভিডিও গুলোকে আমরা আমাদের মোবাইলে, কম্পিউটারে বা যেকোনো ফিজিক্যাল স্টোরেজ ডিভাইস এর মধ্যে রাখিনা।

এক্ষেত্রে, হটাৎ যদি কেবল আপনার ফেসবুক একাউন্টে সেভ থাকা কোনো ইমেজ বা ভিডিও ডিলিট হয়ে যায় তাহলে অবশই আপনার মন খারাপ হয়ে যাবে।

ফেসবুক থেকে ডিলিট হওয়া ছবি, ভিডিও বা মেসেজ রিকভার করুন

কিছু দিন আগে আমার সাথেও এরকম একটি ঘটনা হয়েছিল যখন ভুলে আমার একটি অনেক প্রিয় ছবি ফেসবুক থেকে ডিলিট হয়ে গেছিলো।

এবার, আমি জানতামনা যে ফেসবুক থেকে ডিলিট হওয়া ছবি রিকভার কিভাবে করতে হয় (How to Recover Deleted Facebook Photo)।

তাই, ভুলে ডিলিট করে দেওয়া ছিবিটি ফিরিয়ে আনার উপায় খুজার ক্ষেত্রে আমি অনেককেই এবিষয়ে জিগিয়েছি।

ইন্টারনেটে প্রচুর আর্টিকেল পড়ার পর আপনি Facebook help forum এর বিষয়ে জানতে পারি।

Facebook help forum হলো Facebook এর একটি official help portal যেখানে গিয়ে যেকোনো ব্যক্তি ফেসবুকের সাথে জড়িত সমস্যার সমাধান খুঁজতে পারবেন।

তাই, আমিও নিজের Facebook help desk এর মধ্যে, “ফেসবুক থেকে Deleted হওয়া Photo কিভাবে Recover করতে হয়“, সেই বিষয়ে জিগেশ করলাম।

কিছু সময় পরেই, Facebook support team এর মাধ্যমে আমাকে জবাব দেওয়া হলো এবং আমি একটি সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের ফেসবুক একাউন্ট থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো রিকভার করে নিতে পারলাম।

তারা আমাকে এটাও বললো যে, এই প্রক্রিয়া ব্যবহার করে কেবল ছবি নয় তবে, ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজফেসবুক থেকে ডিলিট হওয়া ভিডিও সবটাই রিকভার (recover) করতে পারবেন।

আর নিচে আমি আপনাদের সেই একি প্রক্রিয়াটির বিষয়ে বলতে চলেছি যেটার মাধ্যমে Facebook Account থেকে Deleted Image & Video গুলোকে Recover করতে পারবেন।

How to Recover Deleted Facebook Photo, Video & Message

Facebook account থেকে ডিলিট হয়ে যাওয়া ভিডিও, টেক্সট মেসেজ, এবং ফটো ফিরিয়ে আনার জন্য বা পুনরুদ্ধার এর ক্ষেত্রে আপনাকে কেবল কিছু সোজা steps গুলোকে follow করতে হবে।

তবে এই প্রক্রিয়ার ক্ষেত্রে আপনার মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট সেবা থাকতে হবে এবং আপনাকে username এবং password এর সাহায্যে নিজের Facebook account এর মধ্যে login করতে হবে।

এই প্রক্রিয়া আপনারা নিজের কম্পিউটার, মোবাইল বা Facebook app এর মাধমেও করে নিতে পারবেন।

তবে, নিচে আমি কেবল কম্পিউটারে মানে ফেসবুকের ওয়েব ভার্শনে প্রক্রিয়াটি করে দেখিয়ে দিচ্ছি।

Step 1. 

সবচেয়ে প্রথমেই আপনাকে যেতে হবে নিজের Facebook account এর login পেজে এবং নিজের একাউন্টে লগইন করতে হবে।

Login করার পর আপনাকে যেতে হবে Facebook এর Settings page এর মধ্যে।

 

Facebook >> settings & privacy >> settings 

Step 2.

এবার Settings page এর মধ্যে আপনারা প্রচুর অন্যান্য options গুলো দেখতে পাবেন।

তবে যিহেতু আমরা আমাদের ফেসবুকের ডাটা ডাউনলোড করতে চাইছি, তাই আমাদের সরাসরি ক্লিক করতে হবে “Your Facebook Information” এর অপশনে।

এবার, Your Facebook Information এর পেজে আপনারা “Download your information” এর একটি অপসন দেখতে পাবেন।

এবং option এর পাশে হাতের দান দিকে থাকা “View” লিংক এর মধ্যে এবার আপনাকে click করতে হবে।

ওপরে ছবিটি দেখলে সবটা বুঝতে পারবেন।

Step 3.

এবার view বাটন এর মধ্যে click করার সাথে সাথে আপনারা “Download Your Information” পেজ দেখতে পাবেন।

এই পেজ এর মাধ্যমে আপনারা নিজের ফেসবুক এর একাউন্ট এর মধ্যে আপলোড করা যেকোনো ডাটা, ফাইল, ইমেজ, ভিডিও, মেসেজ, পোস্ট ইত্যাদি গুলোকে আবার ডাউনলোড করে নিতে পারবেন।

  • আপনাকে Request copy তে গিয়ে “Date range” সিলেক্ট করতে হবে। আপনি যেকোনো দিন, মাস, বছর বা শুরু থেকে আজ পর্যন্ত যেকোনো সময় সিলেক্ট করতে পারবেন। আপনি যেই image, video বা message টি রিকভার করতে চাইছেন সেটা কোন সময় আপলোড করেছিলেন, সেই হিসেবে date সিলেক্ট করতে হবে।
  • দ্বিতীয়তে Media quality অপশনে গিয়ে আপনাকে High, medium এবং low যেকোনো একটি media quality select করে নিতে হবে। High মানে আপনার download করা media file গুলোর কোয়ালিটি অনেক ভালো থাকবে।
  • শেষে, format এর অপশন থেকে আপনি HTML বা JSON যেকোনো একটি select করুন।
  • সবটা হয়ে যাওয়ার পর এবার সরাসরি “Create File” এর অপশনে ক্লিক করুন।

 

  • এবার আপনার file তৈরি হওয়া শুরু হবে এবং তাই আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে।
  • একবার আপনার file তৈরি হয়ে download এর জন্য উপলব্ধ হয়ে যাওয়ার পর আপনাকে Facebook এর মধ্যে notification এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Step 4. 

এবার প্রায় কিছু মিনিট পরেই আপনাকে একটি notification দেখিয়ে দেওয়া হবে এবং বলা হবে যে আপনার file টি download করার জন্য রেডি হয়ে গেছে।

 

Notification এর মধ্যে click করার পর, সরাসরি আপনাকে File download page এর মধ্যে নিয়ে যাওয়া হবে।

Step 5.

শেষে, নিজের সিলেক্ট করা ডেট (date) মধ্যে আপনার ফেসবুক একাউন্ট এর মধ্যে যা যা images, tags, videos, short videos, messages ইত্যাদি ছিল সবটা আপনাকে একটি zip file এর মধ্যে দিয়ে দেওয়া হবে।

 

আপনাকে সরাসরি “Download” এর মধ্যে click সম্পূর্ণ zip file টিকে download করে নিতে হবে।

Download button এর মধ্যে click করার পর প্রায় কিছু সময়ের মধ্যেই সম্পূর্ণ ফাইল আপনার computer বা mobile এর স্টোরেজে download হয়ে যাবে।

মনে রাখবেন file টি আপনাকে Zip করে দেওয়া হবে, তাই download করার পর ফাইল টিকে unzip করে নিতে হবে।

File unzip করার পর আপনারা আপনাদের ফেসবুক একাউন্ট এর মধ্যে থাকা প্রত্যেকটি ছবি, ভিডিও, মেসেজ ইত্যাদি পেয়ে যাবেন।

তাহলে বন্ধুরা, বুঝলেন তো কতটা সহজ ভাবে আমরা আমাদের ফেসবুক এর মধ্যে থাকা প্রত্যেকটি ডাটা এবং ফাইল গুলো ডাউনলোড করে নিতে পারি।

ফেসবুক থেকে ডিলিট হওয়া ছবি, ডিলিট হওয়া মেসেজ, ডিলিট পোস্ট বা ডিলিট হওয়া ভিডিও প্রত্যেকটাই রিকভার করার বা আবার ফিরিয়ে আনার উপায় এটাই এক মাত্র official উপায় আমাদের কাছে থাকছে।

আমাদের শেষ কথা,

তাহলে বন্ধুরা, “How to Recover Deleted Facebook Photo, Video & Message”, আশা করছি বিষয়টা আপনারা ভালো করেই বুঝতে পেরেছেন।

ফেসবুকে ডিলিট করা পোস্ট রিকভার করতে চাইছেন যদি তাহলেও এই প্রক্রিয়া ব্যবহার করতে পারবেন।

এছাড়া, ফেসবুক থেকে ডিলিট হওয়া ভিডিও পুনরুদ্ধার করার ক্ষেত্রে তো এই প্রক্রিয়া সেরা।

যদি ফেসবুক থেকে ডিলিট হওয়া ফাইল, মেসেজ, ভিডিও বা পোস্ট রিকভারি করার আমাদের আজকের এই প্রক্রিয়া আপনাদের ভালো লেগে থাকে,

তাহলে অবশই আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে এবং নিজের প্রিয়জনের সাথে শেয়ার করবেন।

এই সাধারণ আর্টিকেল কোনো ব্যক্তির ক্ষেত্রে অনেক কাজে আসতে পারে।

আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।

 

0 responses on "ফেসবুক থেকে ডিলিট হওয়া ভিডিও, পোস্ট, মেসেজ বা ছবি পুনরুদ্ধার করুন"

Leave a Reply

© Technial Bangla. All rights reserved. 2025