বিশ্বকাপ ফুটবল ২০২২ উপলক্ষ্যে দাম কমলো তিনটি রিয়েলমি ফোনের। রিয়েলমি ৯ ৪জি, রিয়েলমি ৯ প্রো+ ৫জি ও রিয়েলমি ৯ প্রো ৫জি, এই তিনটি ফোনে ওয়ার্ল্ড কাপ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক এই ফোন তিনটির স্পেসিফিকেশন ও ডিসকাউন্টেড দাম সম্পর্কে।
রিয়েলমি ৯ ফোরজি
৬.৪ইঞ্চি এমোলেড ডিসপ্লের ফোন রিয়েলমি ৯ ৪জি তে রয়েছে ৯০হার্জ রিফ্রেশ রেট ও ১০৮মেগাপিক্সেল ক্যামেরার মত আকর্ষণীয় ফিচার। ফোনের ফ্রন্টে পেয়ে যাবেন ১৬মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনটিতে, ডিসকাউন্টেড দামে পেয়ে যাবেন ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি। ৫০০০মিলিএম্প ব্যাটারির ফোন, রিয়েলমি ৯ ৪জি তে ৩৩ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা পাবেন। এছাড়া ফোনটিতে ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে।
রিয়েলমি ৯ ৪জি এর ডিসকাউন্টেড দাম ২৪,৯৯৯টাকা যা অন্যান্য সময়ের দামের চেয়ে ২০০০টাকা কম।
রিয়েলমি ৯ প্রো+ ৫জি
রিয়েলমি ৯ প্রো+ এ পেয়ে যাবেন ৬.৪ইঞ্চি এমোলেড ডিসপ্লে ও ৯০হার্জ রিফ্রেশ রেট, অর্থাৎ এখানে রিয়েলমি ৯ ৪জি এর সাথে মিল রয়েছে। থাকছে ৫০মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা। ফোনের ফ্রন্টে রয়েছে ১৬মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৪৫০০মিলিএম্প ব্যাটারির এই ফোনটিতে রয়েছে মাথানষ্ট ৬০ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ এর কল্যাণে এই ফোনে ৫জি সুবিধা পাওয়া যাবে।
রিয়েলমি ৯ প্রো+ ৫জি ডিসকাউন্টেড দামে পাওয়া যাবে ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। ৫০০০টাকা ডিসকাউন্টে রিয়েলমি ৯ প্রো+ পেয়ে যাবেন ৩৪,৯৯৯টাকায়।
রিয়েলমি ৯ প্রো ৫জি
রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনটিতে প্রসেসর হিসাবে রয়েছে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর যার কল্যাণে ৫জি সুবিধা পাওয়া যাবে। ৬৪মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপের পাশাপাশি ফোনের ফ্রন্টে পেয়ে যাবেন ১৬মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৬.৬ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লেতে আবার ১২০হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। রিয়েলমি ৯ প্রো ৫জি তে ৫০০০মিলিএম্প এর ব্যাটারি ও ৩৩ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনটি ডিসকাউন্টেড দামে পেয়ে যাবেন ৮জিবি র্যাম ও ১২৮জিবি ভ্যারিয়েন্টে। ৪০০০টাকা ডিসকাউন্টে রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনটি পেয়ে যাবেন ২৭,৯৯৯টাকায়।
উল্লেখিত তিনটি ফোনের মধ্যে কোনোটি আপনার পছন্দের হলে এখনই কেনার সেরা সময়। নিজে কিনতে চাইলে এই ফোনের মধ্যে যেকোনো একটি কিনে ফেলতে পারেন। এছাড়া এই পোস্ট পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও মূল্যছাড় এর কথা জানিয়ে দিতে পারেন।
Koto tarikh porjonto thakbe ai offer?
কমেন্ট করার জন্য ধন্যবাদ, ❤
আমাদের সাথে চ্যাট করতে চাইলে এই পেজে ম্যাসেজ দিন:👇👇👇
https://www.facebook.com/OfficialTechnicalBangla/
কোর্স কিনতে চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করুন :👇👇👇
https://www.technicalbangla.com/
অনলাইনে শপিং চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করুন :👇👇👇
https://www.newbdshop.com/
সরাসরি ফোনে কথা বলতে চাইলে এই নাম্বারে ফোন দিন :👇👇👇
+8801998569895
ধন্যবাদ ❤