• No products in the cart.

ডিজিটাল মার্কেটিং কোর্স করুন একেবারে ফ্রীতে – (100% FREE Course)

ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স: বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা এবং জনপ্রিয়তা প্রচুর বৃদ্ধি পেয়েছে।

আজ প্রায় প্রত্যেক ছোট-বড় কোম্পানি, ফার্ম বা ব্যক্তিগত ব্যবসায়ীরা নিজেদের products / services গুলোকে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইনে প্রচার করছেন।

আর যিহেতু ইন্টারনেটের মাধ্যমে আমরা যেকোনো product এর প্রচার (promotion) অনেক তাড়াতাড়ি লোকেদের কাছে করতে পারি,

তাই, products গুলোর জন্য প্রচুর পরিমানে গ্রাহক (customers) পাওয়ার সম্ভাবনাও বাড়তে থাকে।

আর এটাই কারণ যার জন্য ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং আজ যেকোনো ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে।

মনে রাখবেন, digital marketing এর ব্যবহার যতটাই বেশি বৃদ্ধি পাচ্ছে, ততটাই বেশি চাকরির সুযোগ এক্ষেত্রে হয়ে দাঁড়িয়েছে।

আজ যেকোনো কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং এর চাকরি অবশই পাবেন।

তবে বর্তমানে, অনলাইন মার্কেটিং এর ভালো কৌশল এর অভাব থাকার ফলে এই লাইনে প্রতিযোগিতা (competition) অনেক কম।

তাই, যদি আপনারা ভালো করে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন,

তাহলে, high package এর সাথে digital marketing jobs পাওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে।

তবে এখন প্রশ্ন হলো, “ডিজিটাল মার্কেটিং শেখার উপায় কি ?

বর্তমানে, ডিজিটাল মার্কেটিং এর কোর্স করার বিভিন্ন ইনস্টিটিউট বা ক্লাস অবশই রয়েছে।

তবে, কোর্স করার জন্য সেই institute বা classes গুলোতে আপনার থেকে প্রায় ৩০ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হবে।

চিন্তা করবেননা, যদি আপনারা ভাবছেন যে, সম্পূর্ণ ফ্রীতে ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব,

তাহলে জেনে রাখুন, ইন্টারনেটে ফ্রীতে ডিজিটাল মার্কেটিং শিক্ষার প্রফেশনাল দুটো মাধ্যম অবশই রয়েছে।

এই দুটো মাধ্যমে অনলাইন মার্কেটিং কোর্স সফলতাপূর্বক ভাবে করার পর আপনাদের দেওয়া হবে “professional digital marketing certificate“.

আর এই certificate দেখিয়ে আপনারা বিভিন্ন জায়গায় চাকরির জন্যে apply করতে পারবেন।

তাই, এখন প্রফেশনালি ডিজিটাল মার্কেটিং শিখুন ঘরে বসে একেবারে ফ্রীতে।

ডিজিটাল মার্কেটিং কি ? (What Is Digital Marketing) 

সোজা ভাবে বললে, অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে যেকোনো products বা services গুলোকে প্রচার (promote) বা মার্কেটিং (marketing) করার প্রক্রিয়াকে বলা হয় ডিজিটাল মার্কেটিং।

মনে রাখবেন, digital marketing কে আবার online marketing বা internet marketing বলেও বলা যেতে পারে।

ইন্টারনেটের ব্যবহার করে products গুলোর প্রচার করার এই কৌশল (Strategy) বর্তমানে অনেক লাভজনক প্রমাণিত হয়েছে।

এই দক্ষতা (skill) আপনারা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে শিখতে পারবেন, বা আবার বিভিন্ন ইনস্টিটিউট গুলোতে গিয়েও শিখতে পারবেন।

Digital marketing এর প্রক্রিয়াতে বিভিন্ন online platform যেমন, “Mobile apps, Social Media, Email, Search Engine, blog, YouTube” ইত্যাদির ব্যবহার করে পণ্যের প্রচার চালানো হয়।

যেহেতু, বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রে লোকেরা তাদের প্রায় ৭০% সময় ইন্টারনেটের এই প্লাটফর্ম গুলোতেই খরচ করে থাকেন,

তাই, এই বিভিন্ন online platform গুলোর মাধ্যমে যেকোনো product / services এর প্রচার (marketing) করাটা offline marketing এর তুলনায় অধিক সহজ এবং লাভজনক।

ডিজিটাল মার্কেটিং শিখে লাভ কি হবে ? 

যেকোনো কোর্স করা মানেই নিজের মূল্যবান সময় খরচ করে সেই কোর্স করা।

আর যখন যেকোনো বিষয়ে অধিক সময় লাগিয়ে প্রফেশনাল জ্ঞান পাওয়ার কথা ভাবছেন,

তখন অবশই, সেই জ্ঞান বা কোর্স থেকে আপনার কি কি লাভ হতে পারে সেটা আগেই জেনেরাখা দরকার।

ডিজিটাল মার্কেটিং শেখার উপায় এমনিতে প্রচুর রয়েছে।

কিন্তু এই ইন্টারনেট মার্কেটিং এর দক্ষতা (skills) বা কৌশল যদি আপনার জানা থাকে, তাহলে মূলত চাকরির ক্ষেত্রে প্রচুর লাভ পাবেন

এমনিতে, প্রায় কিছু বছর আগের থেকেই এই ধরণের অনলাইন মার্কেটিং এর জনপ্রিয়তা ও চাহিদা বৃদ্ধি পেয়ে এসেছে।

কিন্তু, ২০২১ সালে digital marketing কে লক্ষ্য করে প্রায় প্রচুর নতুন চাকরি বের হতে চলেছে

কারণ, আজ প্রত্যেক ছোট-বড় ব্যবসা এবং ব্যবসায়ীরা বুঝতে পেরেছেন যে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে তারা নিজের business এর promotion / marketing অধিক বেশি গুনে করতে পারবেন।

আসছে কিছু সময়ের মধ্যে প্রায় প্রত্যেক কোম্পানি গুলো তাদের অনলাইন সক্রিয়তা বা অস্তিত্ব নিয়ে চিন্তা করবেন।

আর বর্তমানে প্রায় প্রচুর কোম্পানি গুলো অনলাইনে সক্রিয় হয়ে যাওয়ার ফলে, আপনার জন্য ডিজিটাল মার্কেটার হিসেবে চাকরির সুযোগ প্রচুর বৃদ্ধি পেয়েছে।

তাছাড়া, আপনি যদি নিজের ব্যবসা করার কথা ভাবছেন,

তাহলে এই কৌশল ব্যবহার করে আপনি নিজের products / services গুলোকে অনলাইনে প্রচার অবশই করতে পারবেন।

ফ্রিতে ডিজিটাল মার্কেটিং কোর্স কিভাবে করবেন ? 

যখন সম্পূর্ণ ফ্রীতে ডিজিটাল মার্কেটিং শিখার কথা বলা হচ্ছে তখন আমরা দুটো professional online platform ব্যবহার করতে পারি।

এই দুটোই অনলাইন প্লাটফর্ম সম্পূর্ণ বিশ্বাসী এবং প্রফেশনালি এখান থেকে কোর্স করতে পারবেন।

তাছাড়া, সম্পূর্ণ শেষ পর্যন্ত কোর্স সম্পূর্ণ করতে পারলে আপনাকে দেওয়া হবে “ডিজিটাল মার্কেটিং এর সার্টিফিকেট“।

অনলাইনে ইন্টারনেট মার্কেটিং এর কোর্স করার সেরা প্লাটফর্ম দুটো হলো –

  • Google Digital Unlocked
  • Digital Training Hub (Facebook)

চলুন, নিচে আমরা এই দুটো প্লাটফর্ম এর বিষয়ে অধিক ভালো করেই জেনেনি।

১. Google Digital Unlocked কি ? 

 

গুগল ডিজিটাল আনলকড হলো এমন একটি অনলাইন সেবা যেটা মূলত Google দ্বারা আমাদের দেওয়া হয়।

এই digital unlocked সেবার অন্তর্গত জেকেও সম্পূর্ণ ফ্রীতে professional digital marketing course করতে পারবেন।

ভারতের small এবং medium businesses গুলোকে অনলাইনে সক্রিয় করানোর উদ্দেশ্য নিয়ে এই সেবা চালু করা হয়েছে।

এই কোর্স (program) করার ফলে Google আমাদের online এবং offline training এবং তার সাথে certification অবশই দিবে।

এই ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম গুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন,

  • অনলাইন কিভাবে সক্রিয় হতে হয় 
  • বিভিন্ন ডিজিটাল মার্কেটিং প্লাটফর্ম গুলোর বিষয়ে 
  • Search Engine Optimization
  • Search ads
  • analyzing
  • ইত্যাদি আরো অনেক কিছু। 

Training এবং certification এর জন্য গুগল পার্টনারশীপ (partnership) করেছে ভারতের বিভিন্ন জনপ্রিয় organization/institute গুলোর সাথে।

যেমন, Federation of Indian Chambers of Commerce & Industry (FICCI) এবং Indian School of Business, Hyderabad.

Google digital unlocked কিভাবে কাজ করে ?

Google Digital Unlocked এর platform এর মধ্যে মূলত 151 online courses রয়েছে।

এবং, ডিজিটাল মার্কেটিং এর ক্যাটেগরিতে 32 courses রয়েছে।

আপনারা সম্পূর্ণ ফ্রীতেই এই courses গুলোকে chapter হিসেবেvideo tutorials এর মাধ্যমে ঘরে বসেই শিখতে পারবেন।

প্রত্যেকটি চ্যাপ্টার (chapter) শেষ করার পর আপনাকে কিছু quiz এর মাধ্যমে প্রশ্ন করা হবে।

Quiz গুলোর সঠিক উত্তর দিতে পারলে আপনাকে পরের চ্যাপ্টারে নিয়ে যাওয়া হবে।

শেষে, প্রত্যেকটি chapter শেষ করার পর আপনার পরীক্ষা নেওয়া হবে যেটাতে প্রায় ৪০ টি প্রশ্ন থাকবে।

পরীক্ষাতে প্রশ্ন গুলোর সঠিক উত্তর দিতে পারলে আপনাকে আপনার সার্টিফিকেট (certificate) দিয়ে দেওয়া হবে।

এই certificate দেখিয়ে আপনারা নিজের জন্য ডিজিটাল মার্কেটিং এর ফিল্ডে সহজেই চাকরি পেতে পারবেন।

কোর্স এর মাধ্যমে কি কি দক্ষতা (skills) এবং কৌশল শিখতে পারবেন ?

Google এর এই ডিজিটাল মার্কেটিং কোর্স করার ফলে আপনারা বিভিন্ন online marketing skills গুলো শিখতে পারবেন।

যেমন –

  • Online selling (build your online store)
  • Track and measure web traffic
  • Reach more customers with advertising
  • Social media marketing 
  • Reach more people locally, on social media or on mobile
  • Search engine marketing & optimization
  • Email marketing 

তাহলে দেখছেন তো, ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটি মূল বিষয় গুলো আপনারা এখানে শিখতে পারছেন।

Certificate কিভাবে এবং কখন পাবেন ?

Google digital unlocked এর মাধ্যমে কোর্স করে সার্টিফিকেট পাওয়াটা এতটা সোজা এবং সহজ না যতটা আপনি ভাবছেন।

এখানে আপনার মন দিয়ে সম্পূর্ণ চ্যাপ্টার গুলোকে সম্পূর্ণ করতে হবে।

শেষ চ্যাপ্টার সম্পূর্ণ করার পর, আপনাকে একটি পরীক্ষা দিতে হবে।

পরীক্ষাতে আপনাকে ৪০ টি প্রশ্ন দেওয়া হবে যার উত্তর আপনাকে সঠিক ভাবে দিতে হবে।

পরীক্ষাতে পাশ করার পর, আপনার certificate আপনাকে দিয়ে দেওয়া হবে।

Google digital unlocked এর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব ? 

চলুন, নিচে আমি আপনাদের সেই সম্পূর্ণ স্টেপ গুলো এক এক করে বলে দিচ্ছি যেগুলো সম্পূর্ণ করার পর আপনারা নিজের কোর্স শুরু করতে পারবেন।

স্টেপ ১. 

সবচেয়ে প্রথমেই আপনার যেতে হবে “Google Digital Unlocked” এর ওয়েবসাইটে।

 

এবার আপনারা নিচে থাকা “Get started” এর লিংকে ক্লিক করুন।

স্টেপ ২.

এখন আপনারা একটি login page দেখতে পারবেন যেখানে আপনাকে sign up করার জন্য দুটো option দেওয়া হয়েছে।

  • Sign in with Google – নিজের gmail/google একাউন্ট ব্যবহার করে।
  • Sign in with email – যেকোনো অন্য ইমেইল আইডি ব্যবহার করে।

আপনি দুটোর মধ্যে যেকোনো মাধ্যমেই একাউন্ট তৈরি করে লগইন করতে পারবেন।

স্টেপ ৩.

এবার সফলতাপূর্বক একাউন্ট তৈরি করার পর আপনারা বিভিন্ন online courses গুলো দেখতে পাবেন।

Categories থেকে “Digital marketing” এর ট্যাবে ক্লিক করুন এবং “Fundamentals of digital marketing” এর কোর্স সিলেক্ট করুন।

এবার “start course” এর link এর মধ্যে click করুন।

এভাবেই আপনারা Google digital unlocked এর program থেকে free digital marketing course করতে পারবেন।

২. Digital Training Hub (Facebook Blueprint) 

আপনারা চাইলে ফেসবুক এর দ্বারা চালু করা “Digital Training Hub” থেকেও ইন্টারনেট মার্কেটিং এর কোর্স করতে পারবেন।

22 Novembar 2017“, তারিখে “Digital Training Hub” এবং “Startup Training Hub” দুটোকেই একসাথে Facebook এর দ্বারা launch করা হয়েছিল।

মূলত, small businesses গুলোর ক্ষেত্রে Digital skills development এর উদ্দেশ্যে এই program চালু করা হয়েছে।

Digital training hub একটি বিশেষ উদ্দেশ্যের সাথে এই প্রোগ্রাম চালু করেছিল।

যেটা হলো, ২০২১ সাল পর্যন্ত মোট ১০ লক্ষ থেকেও অধিক ব্যক্তিদের যাতে digital marketing এর skills প্রদান করা হয়।

Facebook বর্তমান সময়ে T-Hub, SV.CO এবং StartupIndia সাথে এক্ষেত্রে কাজ করছে।

এখানে আপনারা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বিভিন্ন কোর্স অবশই পাবেন।

সফলতাপূর্বক কোর্স করার পর Facebook থেকে certificate দেওয়ার কোথাও বলা হয়েছে।

এখানে কোর্স কিভাবে শুরু করবেন ?

এখানে কোর্স করার জন্য আপনাকে কোনো ধরণের একাউন্ট তৈরি করতে হবেনা।

সোজা, Facebook for businesses এর ওয়েবসাইট এর মধ্যে চলে যেতে হবে এবং ওপরে থাকা courses এর লিংকে ক্লিক করুন।

এখন আপনারা Free online courses এর একটি page দেখতে পাবেন।

নিচে আপনারা online marketing এর সাথে জড়িত বিভিন্ন courses দেখতে পাবেন।

এক এক করে প্রত্যেকটি কোর্স করে নিয়ে নিজের জ্ঞান বাড়াতে থাকুন।

৩. YouTube থেকে শিখুন ডিজিটাল মার্কেটিং 

ইউটিউব অবশই যেকোনো নতুন বিষয়ে ভিডিওর মাধ্যমে শেখার একটি দারুন প্লাটফর্ম।

আর তাই, যদি আপনারা অনলাইন মার্কেটিং এর কৌশল গুলো শুরু থেকে শিখতে চাইছেন,

তাহলে, YouTube এর মধ্যে প্রচুর professional video courses পেয়ে যাবেন।

তবে হে, ইউটিউবের মাধ্যমে কোর্স করার পর সার্টিফিকেট তো পাবেননা, তবে আপনি আপনার প্রাকটিক্যাল জ্ঞান বাড়িয়ে নিতে পারবেন।

আর মনে রাখবেন, আপনার practical knowledge কিন্তু সব থেকে জরুরি জিনিস।

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, আজকে আমরা ফ্রীতে প্রফেশনাল ভাবে ডিজিটাল মার্কেটিং শেখার উপায় কিছু জানলাম।

যদি আমাদের আজকের আর্টিকেল “How To Learn Digital Marketing Online” ভালো লেগে থাকে,

তাহলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।

তাছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

দেখুন, বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর কৌশল ও দক্ষতার চাহিদা প্রচুর।

এবং, আপনার কাছে ইন্টারনেট মার্কেটিং এর সার্টিফিকেট আছে কি নেই তার থেকে বড় বিষয় হলো আপনি এক্ষেত্রে কতটা এক্সপার্ট।

 

0 responses on "ডিজিটাল মার্কেটিং কোর্স করুন একেবারে ফ্রীতে – (100% FREE Course)"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.