• No products in the cart.

ই পাসপোর্ট চেক করার নিয়ম ই পাসপোর্ট চেক 2023 E passport online check

ই-পাসপোর্ট প্রত্যেক বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। আমরা কিন্তু প্রায় অনেকেই ই পাসপোর্ট অনলাইন আবেদন করেছি এবং সেই ডকুমেন্টস গুলো পাসপোর্ট অফিসে জমা দিয়েছি । কিন্তু আমরা জমা দেয়ার পর জানতে পারি নাই ই পাসপোর্ট আমরা কবে হাতে পাব, পাসপোর্ট টি এখন কোন পর্যায়ে আছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে কিনা ইত্যাদি বিষয়।

তো আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব ই পাসপোর্ট চেক কিভাবে করবেন । ই পাসপোর্ট করার নিয়ম  ই পাসপোর্ট অনলাইন চেক ইত্যাদি বিষয়। তো আপনি যদি এই আর্টিকেলটি ধৈর্য ধরে সম্পন্ন পড়েন তাহলেই পাসপোর্ট সম্পর্কে বিভিন্ন রকমের খুঁটিনাটি বিষয় জানতে পারবেন।

ই পাসপোর্ট কি ?

ই-পাসপোর্ট এবং নরমাল পাসপোর্ট যেটাকে আমরা MRP passport বলি দুটোই প্রায় একই। পাসপোর্ট কি এটা কমবেশি আমরা সবাই জানি  তো পাসপোর্ট এর মাধ্যমে কিন্তু যে কোনো দেশে আমরা ভ্রমণ করতে পারি।

ই-পাসপোর্ট ও হচ্ছে প্রায় একইরকম । এটি সাহায্য ও আমরা যেকোন দেশে ঘুরতে পারি। ই-পাসপোর্টে মাইক্রোপ্রসেসর একটি চিপ এম্বেড থাকে যেখানে যার পাসপোর্ট তার সমস্ত তথ্য শো করে। এছাড়া সেখানে ফিঙ্গারপ্রিন্ট , আইরিশ ইত্যাদি প্রযুক্তি থাকে যার ফলে ইমিগ্রেশন বা যাচাই-বাছাইয়ের কাজ কর্ম খুব দ্রুত গতিতে সম্পন্ন হয়।

ই-পাসপোর্ট চেক করার নিয়ম  2022

আপনার পাসপোর্টটি কোন পর্যায়ে আছে সেটি আপনারা প্রত্যেকে হাতে থাকে স্মার্ট ফোন দিয়ে E passport check online এ দেখতে পাবেন। তোর নিচে বিস্তারিত নতুন পাসপোর্ট চেক করার নিয়ম আলোচনা করছি।

ই পাসপোর্ট চেক করতে যা  যা লাগবে

ই পাসপোর্ট চেক করার জন্য যেগুলো লাগবে

• Online Registration ID বা Application ID

•  পাসপোর্ট এর দেওয়া জন্ম তারিখ সাল

এইগুলো থাকলে কিন্তু আপনারা ই পাসপোর্ট চেক করতে পারবেন।

ই পাসপোর্ট চেক

1st Step : তো E passport check করার জন্য আপনারা যে কোন একটি ব্রাউজার এ চলে যাবেন যাওয়ার পর সেখান Passport gov bd লিখে সার্চ করবেন প্রথমে যে ওয়েব সাইটটি দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন ।

2nd Step :  তারপর উপরের বাম দিকের কোনায় থ্রি লাইন এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটি অপশন দেখতে পাবেন চেক স্ট্যাটাস (check status) তো আপনারা সেখানে ক্লিক করবেন।

3rd Step :  চেক স্ট্যাটাস অপশন এ ক্লিক করার পর আপনারা নতুন একটি পেজ দেখতে পাবেন । তো ই পাসপোর্ট চেকিং করার জন্য Online Registration ID  অথবা Application ID প্রয়োজন হবে।

তো আপনি  নতুন পাসপোর্ট করার সময় আপনার ডকুমেন্টস যখন পাসপোর্ট অফিসে জমা দিয়েছিলেন তখন তারা আপনাকে পাসপোর্ট এর একটি স্লিপ আপনাকে দিয়েছিল ওই স্লিপ এ  কিন্তু অ্যাপ্লিকেশন আইডি নম্বর দেওয়া থাকে যেটি সাহায্যে কিন্তু আপনারা খুব সহজেই ই পাসপোর্ট অনলাইন চেক করতে পারবেন।

তো আপনাদের যদি অনলাইন রেজিস্ট্রেশন আইডি থাকে তাহলে প্রথমে দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে application ID দিয়ে দিবেন । পাসপোর্ট অফিসে ডকুমেন্টস জমা দেওয়ার সময় আপনাদেরকে একটা স্লিপ দিয়েছিল ওই স্লিপে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকে। তারপর আপনার ই পাসপোর্ট অনলাইন আবেদন করার সময় যে date of birth দিয়েছিলেন সেই ডেট অফ বার্থ দিয়ে দিবেন তারপর আপনারা i am human এ ক্লিক করবেন। তারপর আপনার আচেকে ক্লিক করবেন।

তারপর আপনার আপনার পাসপোর্টটি কোন অবস্থায় রয়েছে সেটা দেখতে পাবেন। আপনার পাসপোর্টটি যদি পেন্ডিং থাকে তাহলে পেন্ডিং দেখাবে আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পেন্ডিং দেখাবেনা ।

তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে আপনি নিজে নিজেই ই পাসপোর্ট অনলাইন চেক করতে পারবেন।

sms এর মাধ্যমে পাসপোর্ট চেক

আপনি কিন্তু sms এর মাধ্যমে ই পাসপোর্ট চেক করতে পারবেন। এর জন্য আপনারা মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন তারপর সেখান MRP লিখে স্পেস দিবেন তারপর ENROLLMENT ID লিখে 6969 নম্বরে পাঠিয়ে দিবেন।

যেমন : 39010000XXXXXXX to 6969

তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ই পাসপোর্ট এর বর্তমান অবস্থা কি সেটা জানতে পারবেন।

ই পাসপোর্ট অনলাইন আবেদন করার নিয়ম

ই পাসপোর্ট করার জন্য আপনাকে আর কোন দালাল ধরতে হবে না আপনি নিজে নিজে কম্পিউটার থেকে ই পাসপোর্ট অনলাইন আবেদন  করতে পারবেন। ই পাসপোর্ট আবেদন করার জন্য আপনারা সরাসরি epassport.gov.bd/landing এই লিংকে ক্লিক করে ই-পাসপোর্ট ওয়েবসাইটে চলে যাবেন তারপর আপনারা

Directly to online application এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা step-by-step অনলাইন পাসপোর্ট আবেদন ফরম ফিলাপ করবেন যেমন আপনার পার্সোনাল ইনফরমেশন আপনার ঠিকানা মোবাইল নম্বর ইত্যাদি সবকিছুই দিবেন তারপর টাকা পেমেন্ট করে দিবেন।  আশা করি ই পাসপোর্ট আবেদন করার নিয়ম টি বুঝতে পারলেন।

ই পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২২

ই পাসপোর্ট ফি কত এই বিষয়টি নিশ্চিত বিস্তারিত আলোচনা করা হলো।

48 পাতার পাসপোর্ট এবং 5 বছরের জন্য মেয়াদ এর জন্য

•  নিয়মিত ডেলিভারি (Regular delivery) অর্থাৎ আপনার হাতে 21 দিনের মধ্যে পাসপোর্ট পৌঁছে যাবে এর জন্য আপনাকে পেমেন্ট করতে হবে 4,025 টাকা।

• দ্রুত ডেলিভারি (Express delivery) অর্থাৎ আপনার হাতে 10 দিনের মধ্যে পাসপোর্ট পৌঁছে যাবে এর জন্য আপনাকে পেমেন্ট করতে হবে 6,325 টাকা।

• সুপার এক্সপ্রেস ডেলিভারি (Super Express delivery) আপনার যদি আরো কিছু টাকা বেশি পেমেন্ট করেন তাহলে খুবই দ্রুত মাত্র দুদিনের আপনার হাতে পাসপোর্ট পৌঁছে যাবে এর জন্য আপনাকে পেমেন্ট করতে হবে 8,625 টাকা।

48 পাতার পাসপোর্ট এবং 10 বছরের জন্য মেয়াদ এর জন্য

•  নিয়মিত ডেলিভারি (Regular delivery) অর্থাৎ আপনার হাতে 21 দিনের মধ্যে পাসপোর্ট পৌঁছে যাবে এর জন্য আপনাকে পেমেন্ট করতে হবে 5,750 টাকা।

• দ্রুত ডেলিভারি (Express delivery) অর্থাৎ আপনার হাতে 10 দিনের মধ্যে পাসপোর্ট পৌঁছে যাবে এর জন্য আপনাকে পেমেন্ট করতে হবে 8,050 টা

• সুপার এক্সপ্রেস ডেলিভারি (Super Express delivery) আপনার যদি আরো কিছু টাকা বেশি পেমেন্ট করেন তাহলে খুবই দ্রুত মাত্র দুদিনের আপনার হাতে পাসপোর্ট পৌঁছে যাবে এর জন্য আপনাকে পেমেন্ট করতে হবে 10,350 টাকা।

64 পাতার পাসপোর্ট এবং 5 বছরের জন্য মেয়াদ এর জন্য

• নিয়মিত ডেলিভারি (Regular delivery)  অর্থাৎ 21 দিনের মধ্যে আপনার কাছে পাসপোর্ট চলে আসবে এর জন্য আপনার খরচা হবে 6,325 টাকা।

•দ্রুত ডেলিভারি (Express delivery)  অর্থাৎ 10 দিনের মধ্যে আপনার কাছে পাসপোর্ট চলে আসবে এর জন্য আপনার খরচা হবে 8,625 টাকা

•সুপার এক্সপ্রেস ডেলিভারি (Super Express delivery)  অর্থাৎ দুদিনের মধ্যে আপনার কাছে পাসপোর্ট চলে আসবে এর জন্য আপনার খরচা হবে 12,075 টাকা।

64 পাতার পাসপোর্ট এবং 10 বছরের জন্য মেয়াদ এর জন্য 

নিয়মিত ডেলিভারি (Regular delivery) অর্থাৎ 21 দিনের মধ্যে আপনার কাছে পাসপোর্ট চলে আসবে এর জন্য আপনার খরচা হবে 8,050 টাকা।

•দ্রুত ডেলিভারি (Express delivery) অর্থাৎ 10 দিনের মধ্যে আপনার কাছে পাসপোর্ট চলে আসবে এর জন্য আপনার খরচা হবে 10,350 টাকা

•সুপার এক্সপ্রেস ডেলিভারি (Super Express delivery) অর্থাৎ দুদিনের মধ্যে আপনার কাছে পাসপোর্ট চলে আসবে এর জন্য আপনার খরচা হবে 13,800 টাকা।

আশাকরি উপরে ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ২০২২ । ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ ২০২২ এই বিষয়গুলো বুঝতে পারলেন।

ই পাসপোর্ট করতে কি কি লাগে

ই পাসপোর্ট আবেদন করার জন্য আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এর প্রয়োজন হবে যেগুলোর নিচে step-by-step আলোচনা করা হলো।

• আবেদনপত্র সারাংশের প্রিন্ট কপি। আপনি পাসপোর্ট এর জন্য যখন আবেদন করেছেন তার একটি প্রিন্ট কপি থাকে সেটা আপনাদের কিন্তু লাগবে।

• জাতীয় পরিচয় পত্র মূল ও ফটোকপি

• 18 বছরের নিচে হলে আপনার অনলাইন জন্ম নিবন্ধন সার্টিফিকেট এবং আপনার পিতা মাতার এনআইডি কার্ড ।

• আপনার যদি আগে পাসপোর্ট থেকে থাকে তাহলে তার ফটোকপি লাগবে।

• যারা সরকারি চাকরি করে তাদের জন্য GO/NOC লাগবে।

• যাদের বয়স ছয় বছরের কম তাদের 3R সাইজের ফটো লাগবে।

• আবেদনকারী যদি ছয় বছরের উর্ধ্বে এবং পনের বছরের নিচে হয় সেক্ষেত্রে পিতা মাতার ফটো লাগবে।

• প্রেমের স্লিপ।

ই পাসপোর্ট করতে কি কি লাগে 2022 । ই পাসপোর্ট আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগে আশা করি বিষয়টি বুঝতে পারলেন।

তো বন্ধুরা আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পারলেন পাসপোর্ট করার নিয়ম ও খরচ কত | ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম | ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ইত্যাদি বিষয় ।

E passport নিয়ে আজকের আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ।

0 responses on "ই পাসপোর্ট চেক করার নিয়ম ই পাসপোর্ট চেক 2023 E passport online check"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Technical Bangla ©  All rights reserved.