এন্ড্রয়েড অ্যাপ আপডেট করার নিয়ম কি ? কিভাবে দেখবেন কোন অ্যাপস গুলোর জন্যে আপডেট উপলব্ধ রয়েছে ? যদি আপনি এই বিষয়ে জেনেনিতে চাইছেন, তাহলে চিন্তা নেই। আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা একটি অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপস কিভাবে আপডেট করতে হয় সেই বিষয়ে সম্পূর্ণ সহজ ধাপ গুলো জানবো (How to update android apps).
বর্তমান সময়ে আমরা আমাদের স্মার্টফোনে নানান ধরণের অ্যাপস গুলো ব্যবহার করে থাকি। আর এটা অনেক সাধারণ একটি ব্যাপার যে app developers-রা কিছু দিন পর পর তাদের অ্যাপ এর জন্যে আপডেট প্রকাশ করে থাকেন। আপডেট প্রকাশ করার মাধ্যমে প্রকাশকরা / ডেভেলপাররা অ্যাপস এর মধ্যে নানান ধরণের উন্নত ফীচার, নিরাপত্তা এবং নতুন পরিষেবা গুলো নিয়ে আসতে পারে। এক্ষেত্রে, আপনি যদি কোনো অ্যাপস এর পুরোনো ভার্সন ব্যবহার করছেন বা অনেক দিন ধরেই অ্যাপসটি আপডেট করছেননা, তাহলে হয়তো আপনি অ্যাপটি মধ্যে থাকা প্রত্যেকটি features-এর লাভ নিচ্ছেনা।
তাই, আপনাকে নিয়মিত নিজের জরুরি অ্যাপস গুলোকে আপডেট করা দরকার। আর যদি আপনি জানেননা কিভাবে এন্ড্রয়েড মোবাইলে যেকোনো অ্যাপ আপডেট করতে হয় তাহলে নিচে দিয়ে দেওয়া ধাপ গুলো অনুসরণ করে অ্যান্ড্রয়েড অ্যাপস গুলি আপডেট করে নিতে পারবেন। এছাড়া, আপনি যদি ভাবছেন যে কোন অ্যাপ আপডেট করতে হবে কিভাবে বুঝব, তাহলে এর সমাধান ও নিচে পাবেন।
কিভাবে এন্ড্রয়েড অ্যাপ আপডেট করতে হয় ?
এমনিতে দুটি উপায় রয়েছে যেগুলো অনুসরণ করে অনেক সহজেই এন্ড্রয়েড ডিভাইসে অ্যাপ গুলো আপডেট করা যাবে। একটি হলো automatically এবং আরেকটি হলো manually. চলুন, নিচে আমরা দুটো উপায় এর বিষয়েই একে একে জেনেনেই।
স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ আপডেট করুন
চলুন প্রথমে আমরা সরাসরি জেনেনেই অ্যান্ড্রয়েডে অ্যাপগুলি স্বয়ংক্রিয়ভাবে (automatically) আপডেট করার নিয়ম কি।
সবচেয়ে আগেই আপনাকে নিজের মোবাইল থেকে Google Play Store ওপেন করতে হবে।
এবার, একেবারে ওপরে হাতের দান দিকে আপনারা নিজের profile icon দেখবেন যেখানে click করতে হবে।
এখন সরাসরি settings অপশনে ক্লিক করুন।
শেষে, Network Preferences-এর মধ্যে click করুন।
এবার আপনারা Auto-update apps এর একটি অপসন দেখবেন যেখানে click করতে হবে।
এখন আপনারা ৩টি আলাদা আলাদা options দেখবেন।
আপনি যদি যেকোনো ইন্টারনেট কানেকশন এর মাধ্যমে অ্যাপ গুলোকে নিজে নিজে আপডেট হতে দিতে চান, তাহলে “Over any network” এর মধ্যে সিলেক্ট করুন। আপনি যদি চান আপনার অ্যাপ গুলো কেবল Wi-Fi এর মাধ্যমে অটোমেটিক্যালি নিজে নিজে আপডেট হতে থাকুক তাহলে আপনাকে “Over Wi-Fi only” অপসন সিলেক্ট করে নিচে থাকা “Done” বাটনে ক্লিক করতে হবে।
কেবল এতটুকু করলেই, আপনার এন্ড্রয়েড ডিভাইসে থাকা প্রত্যেকটি অ্যাপ অটোমেটিক্যালি আপডেট হতে থাকবে। এর পর আপনার ম্যানুয়াল ভাবে গিয়ে অ্যাপ আপডেট করার প্রয়োজন আর হবেনা।
ম্যানুয়ালি অ্যাপ আপডেট করার নিয়ম
এখন, যদি আপনি বলে থাকেন যে না আমি স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ গুলোকে আপডেট করতে চাইনা তবে ম্যানুয়াল কোন অ্যাপ আপডেট করতে হবে সেটা দেখে তারপর অ্যাপ আপডেট করব, তাহলে সেটাও পারবেন। এর জন্যে নিচে বলে দেওয়া ধাপ গুলো অনুসরণ করতে হবে।
১. আপনার android device এর মধ্যে Google Play Store ওপেন করুন।
২. ওপরে হাতের দান দিকে আপনি নিজের profile icon দেখতে পাবেন সেখানে click করুন।
৩. এবার আপনারা একেবারে ওপরের ভাগে “Manage apps & device” এর একটি option দেখবেন সেখানে click করুন।
৪. এখন overview ট্যাব এর মধ্যে আপনারা “Update available” এর একটি option দেখবেন, সেখানে click করুন। ওপরে ছবিতে দেখতেই পারছেন।
৫. আপনার মোবাইলে থাকা কোন কোন অ্যাপ গুলোর আপডেট উপলব্ধ রয়েছে সেটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে।
৬. আপনি সরাসরি “update all” এর মধ্যে click করে আপডেট উপলব্ধ থাকা প্রত্যেকটি অ্যাপ একসাথেই আপডেট করে নিতে পারেন।
৭. এছাড়া, আপনি চাইলে অ্যাপ এর সামনে থাকা Update বাটনে click করে আলাদা আলাদা করেও অ্যাপ গুলি আপডেট করতে পারেন।
তাহলে আশা করছি, কিভাবে একটি এন্ড্রয়েড ডিভাইসে অ্যাপ গুলোকে অটোমেটিক্যালি বা ম্যানুয়ালি আপডেট করতে হয় সেটা হয়তো এখন আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আমাদের আজকের আর্টিকেলটি ভালো লেগে থাকলে আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার অবশই করবেন। এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।
0 responses on "আপনার এন্ড্রয়েড ডিভাইসে অ্যাপ কিভাবে আপডেট করবেন ?"