বর্তমান সময়ে ইন্টারনেট থেকে অনলাইন ইনকাম করার বিভিন্ন ভালো ভালো সাইট গুলো রয়েছে।
এমনিতে, যদি আপনিও অনলাইনে টাকা ইনকাম করার উপায় কিছু খুঁজছেন,
তাহলে অবশই, লাভজনক সাইট (website) কিছু রয়েছে যেগুলোর মাধ্যমে ইনকাম সম্ভব।
বর্তমান সময়ে, অনেকেই এই অনলাইনে ইনকাম করার সাইট (online income websites) গুলো ব্যবহার করছেন এবং ভালো পরিমানে টাকা আয় করছেন।
তবে অন্যান্য যেকোনো কাজের মতোই, এই ওয়েবসাইট গুলোতেও আপনার প্রচুর মন দিয়ে কাজ করতে হবে।
এই অনলাইন টাকা ইনকাম সাইট গুলোর কিছুটা কেবল পার্ট-টাইম অনলাইন ইনকাম করার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন।
আবার, কিছু সাইট এমন রয়েছে যেগুলোর থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকাও আয় করা সম্ভব।
সোজা ভাবে বললে, শুরুতে পার্ট-টাইম অনলাইন জব হিসেবে এই সাইট গুলোতে আপনারা কাজ করতে পারবেন।
আপনি যদি একজন student, retired person, housewife বা job কোথাও করছেন,
তাহলে এই সাইট গুলো আপনার পার্ট-টাইম টাকা ইনকাম করা ভালো একটি উৎস হিসেবে প্রমাণিত হতে পারে।
চলুন, নিচে আমরা সরাসরি এমন কিছু অনলাইন সাইট এর বিষয়ে জেনেনেই যেগুলোর মাধ্যমে টাকা ইনকাম করা যাবে।
সেরা অনলাইন টাকা ইনকাম সাইট গুলর তালিকা – (Best 11 earning sites)
নিচে আমি আপনাদের এমন কিছু ওয়েবসাইটের বিষয়ে বলবো, যেগুলোতে বিভিন্ন ধরণের কাজ করে অনলাইন ইনকাম সম্ভব।
আমি নিচে প্রত্যেকটি ওয়েবসাইটের ক্ষেত্রে আপনাদের কি ধরণের কাজ করতে হবে সেটা আপনাদের বলে দিবো।
আর তাই, আপনারা নিজের সুবিধা এবং ইচ্ছে হিসেবে যেকোনো সাইটে কাজ করে ইনকাম করতে পারবেন।
সেরা ১১ টি অনলাইন ইনকাম সাইট
- YouTube.com
- Google AdSense
- Upwork.com
- Fiverr.com
- Facebook.com
- Kolotibablo.com
- Megatypers.com
- Swagbucks.com
- Google opinion rewards
- Prizerebel.com
চলুন প্রত্যেকটি অনলাইন ইনকাম করার সাইট গুলোর বিষয়ে নিচে বিস্তারিত ভাবে জেনেনেই।
১. YouTube.com
আমি আগেও অনেকবার ইউটিউবের বিষয়ে আপনাদের বলেছি।
YouTube হলো একটি অনলাইন ভিডিও পোর্টাল ওয়েবসাইট যেটাকে গুগল দ্বারা পরিচালনা করা হয়।
জেকেও, নিজের একটি ইউটিউব চ্যানেল তৈরি করে নিজের বানানো ভিডিও কনটেন্ট গুলো আপলোড করতে পারবেন।
এবং, এই ওয়েবসাইটে ভিডিও আপলোড করার বিপরীতে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ পেতে পারবেন।
YouTube চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করার পর যদি আপনার চ্যানেলে ভালো পরিমানে subscribers এবং views থাকে,
তাহলে বিভিন্ন মাধ্যম যেমন, advertisements, affiliate marketing, paid promotion ইত্যাদির মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব।
তাছাড়া, কেন ইউটিউব ঘরে বসে অনলাইনে আয় করার সেরা উপায় এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আর্টিকেল লিখেছি।
ইউটিউব থেকে টাকা ইনকাম করাটা আজ এক professional business হয়ে দাঁড়িয়েছে।
স্কুল কলেজে পড়া ছাত্র-ছাত্রীদের থেকে শুরু করে ঘরে বসে থাকা মহিলারাও বর্তমানে YouTube চ্যানেল তৈরি করে প্রচুর ইনকাম করছেন।
তাই, আমার নজরে YouTube হলো অনলাইন ইনকাম করার সাইট গুলোর মধ্যে সব থেকে সেরা।
২. Google AdSense
গুগল এডসেন্স হলো Google এর একটি service যেটা মূলত একটি online advertising platform.
আপনি গুগল এডসেন্স এর মধ্যে রেজিস্টার করে তারপর অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
Google AdSense এর মাধ্যমে আজ অনেকে প্রচুর পরিমানে অনলাইন ইনকাম করছেন।
তবে, এডসেন্স এর মাধ্যমে ইনকাম করার ক্ষেত্রে আপনার একটি অনলাইন ওয়েবসাইট, ব্লগ বা ইউটিউবের চ্যানেল থাকতে হবে।
নিজের একটি ব্লগ সাইট, ওয়েবসাইট বা ইউটিউবের চ্যানেল থাকলেই আপনি গুগল এডসেন্স এর জন্যে আবেদন জানাতে পারবেন।
আসলে, গুগল এডসেন্সের মাধ্যমে আমরা আমাদের অনলাইন ব্লগ সাইট বা ইউটিউবের চ্যানেলে প্রচুর বিজ্ঞাপন দেখিয়ে থাকি।
আর এই বিজ্ঞাপন গুলোতে যখন আমাদের ভিসিটর্সরা (visitors) ক্লিক করেন, তখন গুগল আমাদের সেই ক্লিক এর বিপরীতে টাকা দিয়ে থাকে।
এটা এক দারুন অনলাইন ব্যবসা যেটা সঠিক ভাবে করতে জানলে আপনি প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।
৩. Upwork.com
Upwork হলো বর্তমানের একটি সেরা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট যেখানে আপনি নিজের অভিজ্ঞতা, দক্ষতা এবং জ্ঞান এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
আমি আপনাদের আগেই বলেছি যে, “ফ্রিল্যান্সিং কি“.
Freelancing হলো এমন এক profession যেখানে একজন ব্যক্তি সম্পূর্ণ স্বাধীন ভাবে নিজের ঘর থেকে বা যেকোনো জায়গার থেকে অন্যান্য ব্যক্তি / কোম্পানি গুলোর জন্যে কাজ করে থাকে।
কাজ গুলো করার ক্ষেত্রে একজন freelancer কেবল কিছুটা সময় নিয়ে থাকে এবং এই কাজ গুলো চুক্তি হিসেবে করা হয়।
নিজের skills এবং knowledge এর ব্যবহার করে এই ধরণের কাজ জেকেও নিজের ঘর থেকেই করতে পারবেন।
আর, upwork.com হলো এমন একটি অনলাইন ওয়েবসাইট, যেখানে একজন freelancer হিসেবে আপনি হাজার রকমের কাজ পাবেন।
বিভিন্ন অন্যান্য ব্যক্তি, ক্লায়েন্ট বা কোম্পানির কাজ গুলো করে দেওয়ার বিপরীতে আপনি অবশই কাজের বিপরীতে টাকা পাবেন।
৪. Fiverr.com
Fiverr.com হলো আরো একটি অনেক জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট যেখানে আপনারা প্রচুর ফ্রিল্যান্সিং এর কাজ পাবেন।
এখানে, একটি একাউন্ট তৈরি করে আপনারা নিজের skills এবং knowledge এর সাথে জড়িত কাজ গুলো খুজুন।
এবং, সঠিক ভাবে কাজ গুলো করে দেওয়ার বিপরীতে আপনি অবশই টাকা আয় করে নিতে পারবেন।
“Logo design, Web designing, Video editing, SEO, Content writing, Digital marketing, Programming“, ইত্যাদি বিভিন্ন বিষয়ের সাথে জড়িত কাজ এখানে পাবেন।
৫. Facebook.com
Facebook হলো একটি জনপ্রিয় অনলাইন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট।
এখানে যদি আপনার একটি একাউন্ট রয়েছে তাহলে এখান থেকেও ভালো পরিমানের টাকা ইনকাম করতে পারবেন।
- Facebook marketplace এর মধ্যে নিজের পণ্য প্রচার করে বিক্রি করিয়ে ইনকাম করতে পারবেন।
- Facebook in-stream ads এর সাহায্যে নিজের ফেসবুক চ্যানেলে আপলোড করা ভিডিও গুলোতে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে পারবেন।
- যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে প্রচুর ফলোয়ার্স রয়েছে, তাহলে এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন।
৬. Kolotibablo.com
এটা হলো একটি জনপ্রিয় সাইট যেখানে আপনারা ক্যাপচা (captcha) টাইপ করে টাকা ইনকাম করতে পারবেন।
হে, এখানে আপনাদের বিভিন্ন ধরণের captchas গুলোকে type বা solve করতে দেওয়া হবে।
আপনি এই কাজ নিজের মোবাইল থেকেও করতে পারবেন।
যত বেশি captchas আপনারা solve করতে পারবেন, ততটাই বেশি ইনকাম আপনারা হবে।
1000 captchas solve করার বিপরীতে আপনারা প্রায় $0.4 টাকা ইনকাম করতে পারবেন।
৭. Megatypers.com
এখানে আপনারা বিভিন্ন রকমের ডাটা এন্ট্রির কাজ করে টাকা ইনকাম করতে পারবেন।
এই অনলাইন ইনকাম সাইট প্রচুর পুরোনো এবং অনেকেই এই ওয়েবসাইট ব্যবহার করে দেখেছেন।
যদি আপনার কাছে একটি কম্পিউটার বা ল্যাপটপ এবং সাথে ইন্টারনেট কানেকশন রয়েছে,
তাহলে এই সাইট থেকে ঘরে বসে বিভিন্ন ডাটা এন্ট্রির কাজ করে ইনকাম সম্ভব।
Image-to-text recognition, transcription from Voice to Text, captcha solving ইত্যাদি এই ধরণের কাজ এখানে করতে হবে।
আয় করা টাকা আপনারা, “Debit Cards, Bank Checks, PayPal WebMoney, Perfect Money, Payza এবংWestern Union এর মাধ্যমে তুলতে পারবেন।
1,000 puzzle এর সমাধান করার বিপরীতে আপনারা এখানে $0.45 credits থেকে $1.5 credits পর্যন্ত আয় করতে পারবেন।
তবে ওয়েবসাইটটির বিষয়ে আপনি অনলাইনে অন্যান্য সাইটের মাধ্যমে জানতে পেরেছি।
সত্যি আপনাদের টাকা দেওয়া হবে কি না, সেটা আপনাদের নিজেই যাচাই করে দেখতে হবে।
৮. Swagbucks.com
সাধারণ পকেট খরচ বের করতে চাইছেন অথবা ভালো পরিমানে ইনকাম করতে চাইছেন,
এই সাইট থেকে আপনারা অবশই ভালো পরিমানে ইনকাম করতে পারবেন।
কেননা, আমি অনেক অনলাইন রিভিউ দেখেছি যেখানে এই ওয়েবসাইটের বিষয়ে অনেক ভালো ভালো বলা হয়েছে।
এটা হলো একটি free online rewards membership program যেখানে অনেক সহজেই নিজের email address এর মাধ্যমে signup করতে পারবেন।
এটা মূলত একটি paid survey site যেখানে আপনি বিভিন্ন সার্ভে গুলোকে সম্পূর্ণ করে ইনকাম করতে পারবেন।
সার্ভে গুলোর মধ্যে বিভিন্ন company, products এবং brand এর বিষয়ে আপনাকে মতামত দিতে বলা হবে।
আপনি এই ধরণের সার্ভে গুলোতে নিজের মতামত দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।
৯. Google opinion rewards
Google opinion rewards হলো একটি rewards-based program যেটা গুগল দ্বারা তৈরি করা হয়েছে।
Android এবং iOS মোবাইলের জন্যে survey mobile app হিসেবে এই প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল।
Google এর দ্বারা তৈরি করা এই app এর মাধ্যমে আপনারা বিভিন্ন সার্ভে (survey) গুলোর বিপরীতে নিজের মতামত দিয়ে রিওয়ার্ড (reward) আয় করতে পারবেন।
প্রত্যেক সার্ভে সফলতাপূর্বক ভাবে সম্পূর্ণ করার বিপরীতে আপনাকে $0.10 থেকে $1.00 এর মধ্যে প্রত্যেক সার্ভের জন্যে দেওয়া হবে।
এই প্রোগ্রাম এর মাধ্যমে আয় করা টাকা (reward) গুলো আপনারা Google play store থেকে apps, music, movies বা games ইত্যাদি কেনার (purchase) ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
১০. Prizerebel.com
সার্ভে করে অনলাইনে ইনকাম করার এটাও একটি ভালো সাইট হিসেবে বলা হচ্ছে।
এখানেও আপনারা বিভিন্ন সার্ভে গুলোকে সম্পূর্ণ করে রিওয়ার্ড আয় করতে পারবেন।
আয় করা রিওয়ার্ড পয়েন্টস গুলোকে cash বা gift card হিসেবে redeem করতে পারবেন।
পেইড সার্ভে করে ইনকাম করার টাকা গুলোকে, “PayPal”, “Amazon”, “Steam”, “eBay” ইত্যাদির মাধ্যমে তুলতে পারবেন।
একটি যেকোনো ইমেইল আইডি দিয়ে এখানে একাউন্ট তৈরি করতে পারবেন।
একাউন্ট তৈরি করার সাথে সাথে আপনাকে daily survey, long survey ইত্যাদি বিভিন্ন রকমের সার্ভে গুলো সম্পূর্ণ করতে বলা হবে।
প্রত্যেক আলাদা আলাদা ধরণের সার্ভে গুলোর জন্য আলাদা আলাদা পরিমানে পয়েন্টস আয় করতে পারবেন।
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা, যদি আপনারা অনলাইন টাকা ইনকাম করার সাইট গুলোর বিষয়ে জেনেনিতে চাইছেন, তাহলে অবশই ওপরে দেওয়া সাইট গুলো ব্যবহার করে দেখতে পারবেন।
অনলাইন টাকা আয় করার জন্য এই সাইট গুলো অনেকেই ব্যবহার করেন।
তবে, YouTube এবং Google AdSense কে ধরে প্রায় অনেক সাইট কিন্তু online earning এর ক্ষেত্রে বিশ্বস্ত এবং লাভজনক।
কিন্তু, অনেক ওয়েবসাইট এরকম রয়েছে যেগুলো আপনার সাথে বিশ্বাসঘাতকতা অবশই করতে পারে।
তাই, এই ধরণের online income sites গুলো ব্যবহার করার আগে সাইটের বিষয়ে ভালো করে যাচাই অবশই করবেন।
“Best online earning websites“, নিয়ে লিখা আমাদের আর্টিকেল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।
Related
- ad দেখে কিভাবে টাকা ইনকাম করা যায়
- অনলাইন ইনকাম
- অনলাইন ইনকাম মোবাইল দিয়ে
- কোন অ্যাপ দিয়ে টাকা ইনকাম করা যায়
- কোন কোন app দিয়ে টাকা ইনকাম করা যায়
- গেম খেলে টাকা ইনকাম করার সহজ উপায়
- টাকা ইনকাম করার app 2021
- টাকা ইনকাম করার app 2022
- টাকা ইনকাম করার অ্যাপ
- টাকা ইনকাম করার অ্যাপস
- টাকা ইনকাম করার সহজ উপায়
- টাকা ইনকাম করার সেরা অ্যাপ
- টাকা ইনকামের সেরা অ্যাপ
- বিকাশ থেকে টাকা ইনকাম করার উপায়
- মোবাইল দিয়ে টাকা ইনকাম
Recent Posts
- বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মাউস ব্র্যান্ড ও মডেল_ কোনগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে?
- ডাউনলোড করে নিন ৫টি প্রিমিয়াম অ্যাপ (Download Fast)
- অনলাইনে প্রতারক চক্রের বিভিন্ন ধরনের ফাদ ও তা থেকে নিজেক সুরক্ষিত রাখার উপায়।
- ক্রোম ব্যবহার করে ওয়েব পেজের জন্য কিভাবে ডেস্কটপ শর্টকাট অ্যাপ তৈরি করবেন
- আপনার হাতের ফোনটিকে FTP Server বানিয়ে ব্যবহার করুন এক ক্লিকে!
Recent Comments
- Anonymous on ইমোজি কী ? জনপ্রিয় ১০০ টি ইমোজির অর্থ
- 66387 on Day 04 Doxxing
- Anonymous on সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম | সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন
- Anonymous on মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা | নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ
- Anonymous on মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা | নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ
0 responses on "অনলাইন টাকা ইনকাম করার সেরা সাইট গুলোর তালিকা – (Best earning sites)"